একজন অভিনেতা অভিনয় এবং ব্যবসা করেই ১২০০ কোটি টাকার মালিক হয়ে গেল আর অন্যদিকে গোটা দেশ দাদাগিরি এবং রোস্টিং নিয়ে ব্যস্ত। এইভাবেই বিবেক ওবেরয়কে সাপোর্ট করে কথা বলতে গিয়ে সরাসরি ভাইজানের বিরুদ্ধে মন্তব্য করে বসলেন অভিনেত্রী কবিতা কৌশিক।
সম্প্রতি বিবেক ওবেরয়ের একটি ছবি পোস্ট করে কবিতা লেখেন, একজন দুর্দান্ত অভিনেতা, যিনি সত্যের বিরুদ্ধে লড়াই করেছেন, হেরে গিয়েও জিনিস জিতেছেন, এদিকে গোটা দেশ দাদাগিরি এবং রোস্টিং দেখে মুগ্ধ হয়ে রয়েছে। আজ বিবেক সম্পত্তির দিক থেকে রণবীর কাপুর এবং আল্লু অর্জুনের থেকেও বড়লোক।
আরও পড়ুন: কালো মনোকিনিতে উষ্ণতার পারদ চড়ালেন মানুষী! কার সঙ্গে পাহাড়ঘেরা সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন?
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি করণের মা! হিরু জোহরকে দেখতে হাসপাতালে হাজির মণীশ মালহোত্রা
তবে কবিতা কৌশিকের এই পোস্ট দেখে তাঁকে কিছুটা স্মৃতি রোমন্থন করিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারাও। কবিতার ২০১৫ সালের একটি টুইট তুলে ধরেছেন নেটিজেনরা, যেখানে সলমান খানের প্রশংসা করতে দেখা যায় কবিতাকে। সলমান খান একজন ভালো মানুষ, সৎ মনের মানুষ এই সবকিছুই পোস্ট করেছিলেন কবিতা।
কবিতা এবং সলমানের সঙ্গে সমস্যা তৈরি হয় বিগ বস ১৪ থেকে। বিগ বস ১৪ ওয়ার্ল্ড কার্ড এন্ট্রি নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যা তৈরি করেন কবিতা। এজাজ খানের সঙ্গে তর্ক-বিতর্কের ফলে বেশ কিছু মাস খবরের শিরোনামে ছিলেন কবিতা। শুধু এজাজ খান নয়, রুবিনা দিলাইক এবং অভিনব শুক্লার সাথে সমস্যা এতটাই গুরুতর রূপ ধারণ করেছিল যে কবিতা অবশেষে স্বেচ্ছায় শো ছেড়ে দিতে বাধ্য হন।
বিগ বস ছেড়ে দেওয়ার পর সেই বিষয় দুঃখ প্রকাশ করে কবিতা কৌশিক পরবর্তী সময়ে একটি পোস্টে লিখেছিলেন, আমার সত্যিই একটি খারাপ অভিজ্ঞতা হয়েছিল। এখনও সেই কথা ভেবে মাঝে মাঝে অসুস্থ বোধ করি।
আরও পড়ুন: এবার ভৌতিক থ্রিলারে আলিয়া? স্ত্রী ২-র প্রযোজকের সঙ্গে আলাপচারিতা সারলেন কোন ছবি নিয়ে?
তবে শুধু বিগ বস নয়, চলতি বছরের শুরুর দিকে টিভি ইন্ডাস্ট্রি ছেড়ে যাওয়ার ঘোষণা করেছিলেন কবিতা। ছোট পর্দা থেকে অবসর নেওয়ার বিষয় তিনি জানিয়েছিলেন, একটা সময় ছিল যখন বিভিন্ন ধরনের শো হতো টিভিতে। এখন যে ধরনের বিষয়বস্তু টিভিতে দেখানো হয় তার তরুণ প্রজন্মের জন্য ভীষণ খারাপ। আমিও তেমনি একটি অনুষ্ঠানের অংশ হয়েছিলাম তার জন্য আমি ভীষণ দুঃখিত। টেলিভিশনে এখন যা দেখায় তা আমি একেবারেই সমর্থন করি না তাই টেলিভিশন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।