গত সপ্তাহে একটি বিলাসবহুল রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ কিনে বিরাট চমক দিয়েছিলেন বিবেক ওবেরয়। সেভাবে আর অভিনয় জগতে নজর কাড়তে দেখা যায় না অভিনেতাকে। কিন্তু বি-টাউনের তাবড় তাবড় সব অভিনেতাদের নিরিখে বিবেকের সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। কিন্তু বলিউডের কাউকেই সেই ভাবে পাশে পাননি অভিনেতা। সলমন খান ও তাঁর দ্বন্দে তিনি চিরকালই ব্রাত্য। তবে এবার কবিতা কৌশিক বিবেক ওবেরয়ের প্রশংসা করে সলমন খানের নাম উল্লেখ না করেই তাঁকে বিরাট খোঁচা দিলেন।
তিনি বিবেকের ট্রোল করা একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'একজন বড় মাপের অভিনেতা, নিজের ভালোবাসার মানুষের জন্য রুখে দাঁড়িয়েছিলেন। সবচেয়ে বড় কথা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি সত্যের হয়ে... তবে আমাদের দেশের মানুষ দাদাগিরি, গুণ্ডামি, রোস্টিং এগুলো দেখতে বেশি পছন্দ করেন।' তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তা হয় ভাইরাল। নেটিজেনদের বুঝতে বাকি থাকে না যে তিনি এই পোস্টের মাধ্যমে আসলে সলমনের কথা বুঝিয়েছেন।

নেটিজেনরাও কিছু কম যান না, তাঁরাও ২০১৫ সালে সলমনকে নিয়ে করা কবিতার ট্যুইটগুলি খুঁড়ে বার করে এনেছেন। সেই সব ট্যুইটগুলিতে তিনি সলমনের প্রশংসা করেছিলেন।
অনেকের মতে, ২০২০ সালে 'বিগ বস ১৪'-এ সলমনের মুখোমুখি হওয়ার পর অভিনেতার সম্পর্কে তাঁর মত পরিবর্তিত হয়, তখন তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। কবিতা উল্লেখ করেন যে শো চলাকালীন সলমন কখনই তাঁর পক্ষের বয়ান শোনেননি।

আরও পড়ুন: মায়ের মতোই সুন্দরী! সদ্য যৌবনা শ্রীলেখা -কন্যার রূপে বুঁদ,কেন মেয়ের ছবি দেন না অভিনেত্রী?
‘বিগ বস ১৪’- এ ওয়াইল্ড কার্ডে এন্ট্রি নেওয়ার পর সহ প্রতিযোগীদের সঙ্গে কবিতার একাধিক সংঘর্ষ হয়েছিল। তিনি এজাজ খানের সঙ্গে প্রবল তর্কের জড়িয়ে পড়েছিলেন। রুবিনা ডিলাইক এবং অভিনব শুক্লার সঙ্গেও সংঘর্ষের কারণে তাঁকে শো ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল।
আরও পড়ুন: সন্তান জন্মের ১ মাসের মধ্যেই ৮ কেজি ওজন কমিয়েছেন শ্রীময়ী! জানুন কাঞ্চনের কচি বউয়ের ডায়েটের রহস্য
এই বছরের শুরুর দিকে, কবিতা কৌশিক তার শো থেকে বেরিয়ে যাওয়ার প্রধান কারণ জানিয়েছিলেন। নিজের ভালোর জন্য তিনি টেলিভিশন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।