বাংলা নিউজ > বায়োস্কোপ > Kalyani Kazi: প্রয়াত কাজী নজরুল ইসলামের বউমা, কল্যাণী কাজীর মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Kalyani Kazi: প্রয়াত কাজী নজরুল ইসলামের বউমা, কল্যাণী কাজীর মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

চলে গেলেন কল্যাণী কাজী

Kalyani Kazi Died: চলে গেলেন কাজী নজরুল ইসলামের ছোট বউমা কল্যাণী কাজী। শোকবার্তা মুখ্যমন্ত্রীর। 

অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরেই। শুক্রবার না-ফেরার দেশে পাড়ি দিলেন বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী। তিনি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় কল্যাণী দেবীর।

ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন কাজী নজরুল ইসলামের পরিবারের এই সদস্যা। লড়াই চলছিল দীর্ঘসময় ধরেই। সদ্য নিউমোনিয়া ধরা পড়েছিল। শুরুতে দেশপ্রিয় পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে, পরবর্তীতে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসক রজত চৌধুরীর অধীনে চলছিল চিকিৎসা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়, তবে শেষরক্ষা হল না। মাল্টিঅর্গান ফেলিওর হয় তাঁর, অবশেষে আজ ভোরে থেমে গেল  হৃদস্পন্দন। সূত্রের খবর, মেয়ে অনিন্দিতা কাজী নিউ জার্সি থেকে এসে পৌঁছবেন শনিবার। তারপরেই শেষকৃত্যের আয়োজন করা হবে সংগীতশিল্পীর। পার্ক সার্কাসে গোরস্থ করা হবে প্রয়াত কল্যাণী কাজীকে। জানা যাচ্ছে, তাঁর দেহ পাইকপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হবে, তারপর পিস ওয়ার্ল্ডে শায়িত রাখা হবে। 

এদিন শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘তাঁর অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত।……কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ 

পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে 'সঙ্গীত মহাসম্মান' প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বহু অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি। কল্যাণী কাজীর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অগুণতি ছাত্র-ছাত্রী, শ্রোতারা। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলের ছোট বউমার মৃত্যু সংবাদে শোকের আবহ ওপারেও। অনিরুদ্ধ জায়ার মৃত্যুতে একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। 

বন্ধ করুন