গত মাসে জুবিন গর্গের আচমকা মৃত্যুতে রীতিমতো স্তম্ভিত গোটা অসম। দুর্গাপুজোর আবহেও দেখা হয়েছিল সেই শোকের ছায়া। অসম নিজের ভূমিপুত্রকে যে কতটা ভালোবাসে, তা দেখল গোটা ভারতবর্ষ। কয়েক লক্ষ মানুষ উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পীর শেষ যাত্রায়, যা লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে দেয় প্রয়াত সঙ্গীতশিল্পীর।
এই মুহূর্তে জুবিনের মৃত্যুর তদন্ত চলছে জোর কদমে। উঠে আছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরমধ্যেই গায়ককে শ্রদ্ধা জানাতে ফের আরও একটি পদক্ষেপ নিল অসম সরকার। অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে সদ্যজাত এক হস্তিশাবকের নামকরণ করা হল জুবিনের গানের নাম অনুযায়ী।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
গত শনিবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর বিশ্ব পশু দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেয় কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কমিটি। নতুন জন্ম নেওয়া হস্তি শাবকের মা জঙ্গলের সবথেকে আদরের হাতি কুয়ারি। খুব স্বাভাবিকভাবেই হাতিটির মা হওয়ার খবর শুনে উচ্ছসিত ছিলেন সকলে। এই হস্তিশাবকের নামই রাখা হয়েছে ‘মায়াবিনী’।
‘মায়াবিনী’, প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের গাওয়া একটি বিখ্যাত গান। খুব স্বাভাবিকভাবেই এই নামকরণ করার মাধ্যমে আরও একবার জুবিনকে শ্রদ্ধা জানানোর চেষ্টা গোটা অসমের। এই প্রসঙ্গে অসমের বনমন্ত্রী চন্দ্রগ্রহণ পাটোয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘হস্তি শাবকটির নাম রাখা হয়েছে মায়াবিনী, যার অর্থ নতুন আলোর সঞ্চার।’
প্রসঙ্গত, গত মাসে সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে চিরকালের জন্য না ফেরার দেশে চলে যান জুবিন। প্রথমে লাইফ জ্যাকেট পরে তিনি জলে নেমেছিলেন কিন্তু অস্বস্তি হওয়ায় আবার উঠে এসেছিলেন।
পরবর্তী সময়ে লাইফ জ্যাকেট ছাড়াই তিনি আবার জলে নামেন এবং আচমকাই অচৈতন্য হয়ে যান। তড়িঘড়ি সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
সমস্ত নিয়ম মানার পর অবশেষে অসমে ফিরিয়ে আনা হয় জুবিনের মরদেহ। বলিউড-টলিউড তো বটেই গোটা বিশ্বের সঙ্গীত জগতের তারকারা এই খবরে ভীষণভাবে মর্মাহত হয়ে পড়েছিলেন।