দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১২। ইতিমধ্যেই এই টেলিভিশন রিয়্যালিটি শো তৃতীয় কোটিপতি পেয়ে গেল। বুধবার রাতের এপিসোডে ছত্তিশগড় জগদ্দলপুররে বাসিন্দা অনুপা দাস এক কোটি টাকা জিতে নেন। কাকতালীয়ভাবে কেবিসির চলতি সিজনের তিন কোটিপতিই মহিলা প্রতিযোগী। পেশায় স্কুল শিক্ষিকা অনুপা দাস। ৪২ বছর বয়সী স্কুল শিক্ষিকা নিজের মেধা এবং জ্ঞাণ দিয়ে রিয়্যালিটি শো-এর হোস্ট অমিতাভ বচ্চনের মন জয় করে নেন।
অনুপা দাসের বিষয় খোঁজ নিয়ে জানা যায়, আর্থিক দিক থেকে চরম শোচনীয় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। তাঁর মা স্টেজ থ্রি ক্যানস্যারের রোগী। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এই এক কোটি টাকা পেয়ে তাঁর অনেক সুবিধা হবে মায়ের চিকিৎসায় এমনটাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
কেবিসি-তে যে প্রশ্নের উত্তর দিয়ে তিনি এক কোটি জিতেছেন তা হল-১৯৬২ সালের ১৮ নভেম্বর, সাহসিকতার জন্য কাকে পরমবীর চক্রে ভূষিত করা হয়েছিল লাদাখের রেজাং লা-তে? প্রতিযোগী নিজের লাইফলাইন ৫০-৫০ ব্যবহার করে উত্তর দেন, মেজর শাইতান সিং-কে। যা এক্কেবারে সঠিক।
এরপরই ৭ কোটি টাকার প্রশ্নে প্রতিযোগি খেলা মাঝপথে ছেড়ে বেরিয়ে আসেন। কারণ সেটি খেলা সংক্রান্ত প্রশ্ন ছিল। প্রতিযোগিনী জানান, খেলাধূলোর বিষয় তিনি একটু দুর্বল। প্রশ্নটি ছিল, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রিয়াজ পুনাওয়ালা ও সওকত দুকানওয়ালা কোন দলের প্রতিনিধিত্ব করেছেন। বাছাইয়ের জন্য চারটি অপশন ছিল- কেনিয়া, সংযুক্ত আরব আমিরশাহী (UAE), কানাডা ও ইরান।
জবাব নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন না অনুপা দাস। তাই মাঝপথে খেলা ছেড়ে দেন তিনি। যদিও বিগ বি যখন তাঁকে একটি উত্তর বেছে নিতে বলেন খেলা শেষে, অনুপা জবাব দেন UAE, যা এক্কেবারে সঠিক। উত্তর ভুল হলেই জয় করা এক কোটি টাকার খেসারত দিতে হত অনুপাকে। তাই তিনি নিজে থেকেই খেলা থেকে পিছিয়ে আসেন।