বাংলা নিউজ > বায়োস্কোপ > কেবিসির মঞ্চে আর দেখা যাবে না অমিতাভকে! লিখলেন ‘আমি ক্লান্ত, অবসর নিলাম’

কেবিসির মঞ্চে আর দেখা যাবে না অমিতাভকে! লিখলেন ‘আমি ক্লান্ত, অবসর নিলাম’

অমিতাভ বচ্চন

বিগ বি লিখেছেন, ‘আমি ক্লান্ত.. অবসর নিলাম.. আমাকে ক্ষমা করবেন..'। ব্লগে আবেগঘন অভিনেতা অমিতাভ বচ্চন।

শেষ হতে চলেছে জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১২। ইতিমধ্যেই শো-এর অন্তিম পর্বের শ্যুটিং সারা হয়ে গেছে। অন্তিম পর্বের শ্যুটিং শেষ করে অভিনেতা তথা শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চন আবেগঘন পোস্ট করেন সামাজিক মাধ্যেমে নিজের ব্লগে। আর সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা। অনেকের মনেই প্রশ্ন দানা বেঁধেছে তবে কি আর কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে শোনা যাবে না অমিতাভের ব্যারিটোন কন্ঠ? শুধুই কি সিজন সমাপ্তির জেরে এই বিদায়বার্তা নাকি চিরকালের মতো কেবিসির মঞ্চকে ‘অলবিদা’ জানালেন ক্লান্ত অমিতাভ। 

বিগ বি লিখেছেন, ‘আমি ক্লান্ত হয়ে অবসর নিয়েছি.. আমাকে ক্ষমা করবেন.. কেবিসি শ্যুটের শেষ দিনে অনেকটা শ্যুটিং করেছি.. আমি আগামীকাল শেষ করব। কিন্তু মনে রাখবেন.. কাজ কাজই হয় এবং সেটাকে আন্তরিকতার সঙ্গে শেষ করা উচিত’।

যত্নবান এবং কঠোর পরিশ্রমী হওয়ার জন্য কেবিসির গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। তিনি আরো লিখেছেন, ‘স্নেহ এবং ভালবাসা দিয়ে শ্যুটিংয়ের শেষ দিনকে বিদায় জানাতে চাই... তারা সবাই একসঙ্গে হয়েছিল.. আশা করছি থামব না চালিয়ে যাব.. আমি আশা রাখছি খুব শীঘ্রই আবার ফিরব.. কলাকুশলীরা এবং গোটা টিম খুব যত্নশীল এবং কঠোর পরিশ্রমী.. এটাই সেট থেকে দূরে থাকতে বেদনাদায়ক.. গোটা টিম গোল হয়ে দাঁড়িয়ে একসঙ্গে কাটানো বিগত কয়েক মাস স্মরণ করেছি’। 

ব্লগের শেষে বলিউডের জনপ্রিয় অভিনেতা লেখেন, গোটা টিমের তরফ থেকে ভালবাসা, যত্নশীলতা এবং উপহার হিসেবে প্রশংসার জন্য তিনি কৃতজ্ঞ। ‘পুরো টিমের জন্য.. এটা চলতে থাকবে.. অশ্রুসজল.. তবে সামনে নতুন দিন পড়ে আছে’। 

টেলিভিশন রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দর্শকমহলে আগে থেকেই অত্যন্ত জনপ্রিয়। প্রসঙ্গত, এই সিজেনে চারজন এক কোটি টাকা জিতেছে। কেউই জ্যাকপট রাউন্ডে সাত কোটি টাকা জিততে পারেনি। করোনার পর এটা সবথেকে বড় রিয়্যালিটি শো-গুলোর মধ্যে অন্যতম। বচ্চন পরিবারে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রায় বচ্চন এবং আরাধ্যা বচ্চন করোনা পজেটিভ হয়ে সুস্থ হয়ে ওঠার পর এই শো-তে অমিতাভ বচ্চনকে দেখা যায়। করোনা আবহের পর কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠে আমিতাভ প্রথম কেবিসির ফ্লোরে শ্যুটিংয়ে আসেন। 

বায়োস্কোপ খবর

Latest News

বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.