বাংলা নিউজ > বায়োস্কোপ > Video: KBC-র মঞ্চেই গারবা নাচ শুরু ‘তারক মেহতা’র অভিনেতাদের, কষে ধমক অমিতাভের!

Video: KBC-র মঞ্চেই গারবা নাচ শুরু ‘তারক মেহতা’র অভিনেতাদের, কষে ধমক অমিতাভের!

কেবিসি ১৩-র মঞ্চে অমিতাভ বচ্চন। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

কেবিসি-র সেটে হাজির হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'তারক মেহতা কী উল্টা চশমা' খ্যাত অভিনেতারা।

সম্প্রতি, কেবিসি-র সেটে হাজির হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'তারক মেহতা কী উল্টা চশমা' খ্যাত দুই অভিনেতা দিলীপ জোশি এবং অমিত ভাট। আগামী শুক্রবারের কেবিসি-র 'শানদার শুক্রবার' পর্বে দেখা যাবে এই দু'জনকে। তবে শুধু এই দু'জনই নয়, 'তারক মেহতা কী উল্টা চশমা' ধারাবাহিকের আরও কয়েকজন জনপ্রিয় অভিনেতাকে অতিথি হিসেবে দেখা যাবে এই শো-তে। এঁদের মধ্যে রয়েছেন 'ববিতাজী' ওরফে অভিনেত্রী মুনমুন দত্ত, ডা. হাতি (নির্মল সোনি) এবং অন্যান্যরা।উল্লেখ্য, এই ধারাবাহিকে নিজেদের অভিনীত চরিত্র 'জেঠালাল' এবং 'বাপুজী'র বেশেই অমিতাভ বচ্চনের উল্টো দিকে হট সিটে যথাক্রমে বসবেন দিলীপ এবং অমিত।

সোনি চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই পর্বের এক নতুন প্রোমো আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শো-তে উপস্থিত হয়ে এই জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতারা 'বিগ বি'কে অভিবাদন জানাচ্ছেন। কেউ কেউ আবার তাঁর পা ছুঁয়ে নমস্কারও করছেন। এরপর অমিতাভ তাঁদের সবাইকে গোল হয়ে দাঁড়ানোর নির্দেশ দেন যাতে আগত সব অতিথিদের মুখ তিনি দেখতে পারেন। সেইমতো নির্দেশ পালন হল। সবাই গোল হয়ে দাঁড়াতেই 'জেঠালাল' নির্দেশ দেয় গারবা নাচ করার। শোনামাত্রই 'জেঠালাল' এর সঙ্গে গারবা নাচতে শুরু করে দেন সবাই। প্রাথমিক বিস্ময় কাটিয়ে উঠিয়ে রে রে করে ওঠেন অমিতাভ। গারবা থামিয়ে বলে ওঠেন, 'আরে তোমাদের এখানে কি গারবা নাচতে দেখেছি নাকি?'

'বি বি'র প্রশ্ন শুনে 'জেঠালাল'এর জবাব 'ওহ বুঝেছি, তাহলে নিশ্চয়ই ফোটো তোলা হবে আমাদের। তাই এমন করে দাঁড়াতে বলেছেন'। বিরক্ত অমিতাভ বলে ওঠেন, 'না'। একটুও না দমে 'জেঠালাল' ফের বলে ওঠেন, 'আচ্ছা, বুঝেছি ভিডিয়ো করা হবে নিশ্চয়ই?' শেষমেশ আর না পেরে ছদ্ম বিরক্তিতে চেঁচিয়ে ওঠেন 'শাহেনশাহ', 'আরে না রে! ভিডিয়ো তোলা হবে না। উফ বাবা রে বাবা, কী করে বোঝাই এঁদের?'

প্রসঙ্গত, হিন্দি ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় সাব টিভির ‘তারক মেহতা কা উলটা চশমা’। প্রতি সপ্তাহেই TRP-র তালিকায় শীর্ষে থাকে এই শো। অভিনবভাবে গল্পের উপস্থাপনা, সমসাময়িক বিষয়বস্তুর উপস্থিতি বরাবরই দর্শকদের কাছে জনপ্রিয় করেছে এই হাস্যরসাত্মক ধারাবাহিককে। ছবির অভিনেতাদের নামও এখন ঘরেঘরে জনপ্রিয়।

বন্ধ করুন