বাংলা নিউজ > বায়োস্কোপ > KBC 14: এই ভিডিয়ো দেখেই জন্মদিনে কাঁদলেন অমিতাভ! চমক এল ঐশ্বর্য-আরাধ্যার থেকেও

KBC 14: এই ভিডিয়ো দেখেই জন্মদিনে কাঁদলেন অমিতাভ! চমক এল ঐশ্বর্য-আরাধ্যার থেকেও

কেবিসি-র সেটে ধুমধাম করে পালন হল অমিতাভের জন্মদিন। 

কেবিসির সেটে জন্মদিন পালন অমিতাভের। ৮০ বছরে পা রাখলেন অভিনেতা। দেখে নিন কী কী হল এদিনের এপিসোডে। 

মঙ্গলবার কৌন বনেগা ক্রড়োরপতিতে বেশ ধুমধাম করে পালন করা হল সুপারস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন। কিংবদন্তি অভিনেতাকে মিষ্টি সারপ্রাইজ দেন ছেলে অভিষেক আর বউ জয়া বচ্চন। মা-ছেলের জুটি আসায় যেন আবেগে ভরে উঠেছিলেন শহেনশাহ। সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা, অগস্ত্য নন্দারা ভিডিয়ো বার্তাও পাঠান অভিনেতার জন্য। সব মিলিয়ে যাকে বলে জমাটি সেলিব্রেশন। 

কী হয়েছে এদিনের এপিসোডে?

কেবিসি ১৪-তে সারপ্রাইজ এন্ট্রি নেন অভিষেক, যা দেখে চমকে ওঠেন অমিতাভ। যা তিনি ভাবতেও পারেননি। তারপর নিজে বসেন অমিতাভের সিটে, আর বাবাকে বানান প্রতিযোগী। এত আবেগতাড়িত হয়ে পড়েছিলেন অমিতাভ যে নিজের চোখের জলই ধরে রাখতে পারেননি। এরপর বিগ বি-র পৈতৃক বাড়িতে তার বাবা হরিবংশ রাই বচ্চনের মধুশালা কবিতার সঙ্গে একটি ভিডিয়ো চালানো হয়। বাবার হাতে টিস্যুও তুলে দেন অভিষেক, যেভাবে নিজের প্রতিযোগীদের টিস্যু দিয়ে থাকেন বিগ বি। 

ছোটবেলার নান অভিজ্ঞতাও শেয়ার করে নেন জুনিয়র বচ্চন। জানান, ছোটবেলা স্পোর্টস ডে-তে সঙ্গে যেতেন অমিতাভ। এমনকী, কখনও অসুস্থ হয়ে পড়়লে মাথার কাছে বসে যত্নও নিতেন। 

অমিতাভ আরও চমকে যান যখন সেটে আসেন জয়া। বরকে টক-মিষ্টি লজেন্স খেতে দেন, যা তাঁরা প্রায়ই একসঙ্গে খেয়ে থাকেন। থুতনি ধরে চোখের জল ফেলা অমিতাভকে শান্তও করেন জয়া। অভিষেক তো এটাও বলেন, জন্মদিনের এই সারপ্রাইজটা অনেকদিন ধরেই প্ল্যান করছিলেন তাঁরা। আর বাবার কাছ থেকে এটা লুকিয়ে রাখাও খুব কঠিন ছিল তাঁদের জন্য়। 

এরপর ভিডিয়ো ম্যাসেজ আসে ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা, শ্বেতা বচ্চন, অগস্ত্য নন্দা, নভ্যা নভেলি-সহ বচ্চন পরিবারের একাধিক সদস্যের। মিল্ক কেকও কাটেন অমিতাভ বউ আর ছেলের সঙ্গে মিলে । 

১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে কেরিয়ার শুরু করেন অমিতাভ। ১৯৭১ সালে ‘আনন্দ’ ছবির জন্য পান প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ-অভিনেতা হিসেবে। ১৯৭৩ সালের ‘জঞ্জির’ ছবির সাফল্য বদলে দেয় অমিতাভের ভাগ্য। সেই থেকেই বলিউডে রাজত্ব করছেন অমিতাভ। ৮০ বছরের জন্মদিনের ঠিক আগে অমিতাভের মুক্তি পাওয়া ছবি ‘গুডবাই’। যা এখন চলছে থিয়েটারে। এছাড়াও হাতে রয়েছে দীপিকা পাড়ুকোনের সঙ্গে হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক এবং প্রোজেক্ট কে। হাতে রয়েছে ‘উঁচাই’-এর কাজও।

বন্ধ করুন