বাংলা নিউজ > বায়োস্কোপ > KBC 14: লুকিয়ে কুম্ভমেলা ঘুরেছেন অক্ষয়, কেবিসির মঞ্চে কোন সিক্রেট ফাঁস হবে অমিতাভেরও

KBC 14: লুকিয়ে কুম্ভমেলা ঘুরেছেন অক্ষয়, কেবিসির মঞ্চে কোন সিক্রেট ফাঁস হবে অমিতাভেরও

কেবিসির মঞ্চে অক্ষয়-অমিতাভ

KBC 14: কেবিসির নতুন পর্বে পরস্পরের সিক্রেট ফাঁস করবেন অমিতাভ-অক্ষয়! রইল নতুন প্রোমো-

‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন। আর হটসিটে প্রতিযোগীর পাশে বিশেষ অতিথি হিসেবে অক্ষয় কুমার। সোনি চ্যানেলের তরফে সিজন ১৪-র বিশেষ এই পর্বের নতুন প্রোমো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পেজে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কুম্ভমেলায় যাওয়া নিয়ে অক্ষয় কুমারের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন বিগ বি।

কুম্ভমেলায় কখনও গিয়েছেন, অক্ষয় কুমারের কাছে অমিতাভ বচ্চন এমন প্রশ্ন রাখতেই, বলিউডের খিলাড়ি কুমার জানিয়েছেন তিনি একবার গিয়েছিলেন। চুপচাপ গিয়েছিলেন এবং ফিরে এসেছিলেন। এরপরই অবাক হয়ে বিগ বি-র প্রশ্ন, ‘ওহ আপনি একবার গিয়েছিলেন?’

আরও পড়ুন: ফটোগ্রাফার মুমতাজের স্টুডিয়োতে নিখোঁজ উঠতি মডেল, প্রকাশ্যে এল 'তসবীর'-এর ট্রেলার

সঙ্গে সঙ্গে অক্ষয় বলে ওঠেন, ‘হ্যাঁ। সুযোগ পেয়েছিলাম। চুপচাপ চলে যাই। গিয়ে আবার ফিরে আসি।’ অমিতাভ অবিশ্বাসের দৃষ্টিতে দর্শকদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, ‘ও চুপচাপ গিয়েছিল?।’

অক্ষয় প্রত্যুত্তরে অমিতাভকে জিজ্ঞেস করেন, ‘কেন আমি চুপচাপ যেতে পারিনা?’ প্রবীণ অভিনেতা বলে ওঠেন, ‘একদমই যেতে পারো না। কিন্তু…।’ অক্ষয় তাঁকে বাধা দিয়ে বলেন, ‘আপনিও অনেক জায়গায় চুপচাপ গিয়ে ঘুরে আসেন। তাহলে আমি কেন যেতে পারিনা?’

অক্ষয়ের মুখে একথা শুনে খানিক বিভ্রান্ত হয়ে পড়েন অমিতাভ। কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠেন, ‘না, না।’ এরপর দুজনেই হো হো করে হেসে ফেলেন।

কেবিসি এখন শেষ সপ্তাহ চলছে। ভিকি কৌশল, কিয়ারা আডবানি, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক আমান গুপ্তা এবং বিনীতা সিং এবং শেফ বিকাশ খান্না সহ বেশ কয়েকটি সেলিব্রিটিকে শোতে দেখা যাবে। রাত ৯টায় সোনি লিভ এবং সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হয় এই শো।

বন্ধ করুন