বাংলা নিউজ > বায়োস্কোপ > Kaun Banega Crorepati 14: ‘ভয়ে মরে যাওয়ার মতো অবস্থা’, নকল ভেবে আসল সাপের সঙ্গে শ্যুটিং করেছিলেন অমিতাভ

Kaun Banega Crorepati 14: ‘ভয়ে মরে যাওয়ার মতো অবস্থা’, নকল ভেবে আসল সাপের সঙ্গে শ্যুটিং করেছিলেন অমিতাভ

কৌন বনেগা ক্রোড়পতির সেটে অমিতাভ বচ্চন।

Amitabh Bachchan: বুকের উপর সাপ রেখে শ্যুটিং করেছিলেন বিগ বি। পরে জানতে পেরেছিলেন নকল নয়, সেটি আসল সাপ। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অমিতাভের। 

বুকের উপর সাপ রেখে সিনেমায় একটি দৃশ্যের শ্যুটিং করেছিলেন অমিতাভ বচ্চন। ঘটনার কথা স্মরণ করে প্রবীণ অভিনেতা বলেন, তিনি খুব ভয় পেয়েছিলেন সেই সময়। অমিতাভ তাঁর জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর সর্বশেষ পর্বে সেই গল্পই ফাঁস করেছেন। 

প্রতিযোগী নবীন শো চলাকালীন বলেন, একবার পার্কে সাপ দেখে গায়ে জ্বর এসে গিয়েছিল তাঁর। তখন অমিতাভ বলেছিলেন, ‘আমি আপনাকে কী বলব? একই কারণে আমার অনেকবার জ্বর হয়েছে। আমি যেই পেশায় আছি, সেখানে সাপ থেকে দূরে থাকা খুবই কঠিন।’ আরও পড়ুন: অভিনয়ের পর নতুন পদক্ষেপ অপু বিশ্বাসের, এবার নায়িকাকে দেখা যাবে অন্য ভূমিকায়

বিগ বি আরও বলেন, ‘আমাদের প্রায়শই এমন দৃশ্য দেখা যায় যেখানে আমাদের সাপের সঙ্গে কথা বলতে হয় এবং তাঁদের আমাদের কামড় না দেওয়ার জন্য অনুরোধ করতে হয়। এমন একটি দৃশ্যে আমাকে বুকের উপর সাপ রাখতে হয়েছিল। বলতে পারেন, ভয়ে আমার মরে যাওয়ার মতো অবস্থা। ওদের বলতে শুরু করেছি, আমি করতে পারব না। আমি আমার পরিচালককে বলেছিলাম যে আমি এই দৃশ্যটি করতে পারব না।’ আরও পড়ুন: পর পর দু'বার বিবাহবিচ্ছেদ! বিয়ে নাম প্রতিষ্ঠানেই আর বিশ্বাস রাখেন না শ্বেতা

অমিতাভ মজা করে বলেন, ‘অনেক কষ্টের পরে ওরা আমাকে বলেছিল, আমরা আপনার সামনে একটি নকল রাবারের সাপ রাখব এবং আপনি তাঁকে আপনার সংলাপগুলি বলতে পারেন এবং আমি হ্যাঁ বলেছিলাম- এটি করা যেতে পারে। শোনার পর আমি খুব শান্ত হলাম, আমি নকল সাপের সঙ্গে কথা বললাম, তাঁকে আমাকে কামড় না দিতে এবং ফিরে যেতে বললাম। দৃশ্যটি পুরোপুরি ঠিক ছিল এবং সেটে সকলে হাততালি দিয়েছিল। পরে, আমার এক সহকারী আমাকে বলেছিলেন যে সাপটি রাবারের তৈরি নয়, এটি একটি আসল সাপ যার সঙ্গে আমি দৃশ্যটি করেছি। আরে স্যার কী বলব, এরপর তাঁকে ধরে আমি মারধর করেছি।’

বন্ধ করুন