কেবিসির মঞ্চে মানেই প্রশ্নোত্তরের পর্ব এবং লাখ থেকে কোটি টাকা জিতে নেওয়ার জায়গা। এই মঞ্চে পা রেখেই ভাগ্য বদলে গিয়েছে অনেকেরই। সঞ্চালক যেখানে অমিতাভ বচ্চন আর তাঁর বিপরীতে হটসিটে বসতে পারাটা অনেকেই মনে করেন পরম সৌভাগ্যের। তেমনি প্রতিযোগীদের সঙ্গে গল্প আড্ডায় মেতে উঠতে দেখা যায় বিগ বি'কে।
প্রতিযোগীদের সঙ্গে মঞ্চে জীবনের নানা অজানা কথা ভাগ করে নেন অমিতাভ। এবার কেবিসির মঞ্চে সাম্প্রতিক পর্বে হাজির হয়েছেন প্রতিযোগী ফোরাম মাকাদিয়া। গুজরাট রাজকোটের বাসিন্দা। পেশায় ইনকাম ট্যাক্স দফতরে কর্মরত। সোনি চ্যানেলের তরফে শেয়ার করা প্রোমোতে দেখা গিয়েছে, এই প্রতিযোগী আমিতাভ বচ্চনে সঞ্চালকের আসনে বসছেন, বদলে হট সিটে বসেছেন বিগ বি। যা দেখে রীতিমতো হতবাক সকলে।
আরও পড়ুন: টপলেস হয়ে আগুন ধরানো লুকে ‘দ্য ফ্য়ামিলি ম্যান’ অভিনেত্রী, চমকে যাওয়া লুকে শ্রেয়া
এরপরই অমিতাভ বচ্চন হটসিটে বসে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমি আপনাকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না হট সিটে বসে কতটা খুশি আমি’। পরক্ষণে হট সিটে বসে ওই প্রতিযোগীর মন্তব্য, ‘স্যার সব উলটো পালটা হয়ে যাচ্ছে।’ প্রতিযোগীর কথায়, দিকভ্রষ্ট হয়ে তিনি যেদিকেই যান না কেন, শেষ পর্যন্ত সঠিক জায়গায় গিয়ে পৌঁছান। শুনে হাততালি দিয়ে ওঠেন বিগ বি।
সম্প্রতি বিগ বি-কে সুরজ বরজাতিয়ার ‘উঁচাই’-এ দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা মিলেছে অনুপম খের, নীনা গুপ্তা, পরীণিতি চোপড়া আর বোমন ইরানির। ১১ নভেম্বর এই সিনেমা মুক্তি পেয়েছে। আপাতত অমিতাভের কেবিসির এই প্রোমো ঘিরে হইচই কাণ্ড।