KBC 14: হেডলাইন পড়ে খবর নিয়ে মাতামাতি করেন? দেখুন কী বলছেন অমিতাভ বচ্চন
1 মিনিটে পড়ুন . Updated: 03 Jul 2022, 02:54 PM IST- ‘যেখান থেকে জ্ঞান পাবেন, সংগ্রহ করুন’, কেবিসির নতুন প্রোমোয় প্রতিযোগীর মুখোমুখি হয়ে কী বললেন বিগ বি! শুনে নিন-
শীঘ্রই শুরু হচ্ছে অমিতাভ বচ্চনের জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র নতুন সিজন। কেবিসিতে বিগ বি-কে ফের একবার সঞ্চালকের আসনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শক। প্রকাশ্যে এসেছে শো-এ নতুন সিজনয়ের প্রোমো।
সম্প্রতি চ্যানেলের তরফে কেবিসির নতুন সিজেনের একটি মজাদার প্রোমো শেয়ার করা হয়েছে। কেবিসি ১৪-এর নতুন প্রোমোতে, অমিতাভ একজন প্রতিযোগীকে প্রশ্ন করছেন, ‘আমি সঠিক সিদ্ধান্ত নিতে বিশ্বাস করি না। আমি সিদ্ধান্ত নিই এবং তারপর সেগুলি সঠিক প্রমাণ করার চেষ্টা করি। কে বলেছেন?’ অপশন রয়েছে (A) বিল গেটস, (B) রতন টাটা।'
আরও পড়ুন: ডিপ নেকলাইন, দুধ সাদা ওয়ান পিসে ধরা দিলেন সুশান্তের ছবির নায়িকার সঞ্জনা সাংঘি
তারপর অমিতাভ বচ্চন অপশন (C) পড়ার আগেই প্রতিযোগী তৎক্ষণাৎ চিৎকার করে ওঠেন, ‘রতন টাটা'। অবাক হয়ে অমিতাভ বললেন, ‘আমাকে অন্তত অপশনগুলি সম্পূর্ণ বলতে দাও।’ কিন্তু এর উত্তরে প্রতিযোগী বলেন, ‘কোনও দরকার নেই স্যার। আমরা হেডলাইন দেখে খবর বুঝে যাই, খাম দেখে চিঠিও।’
অমিতাভ বচ্চন প্রতিযোগীকে জিজ্ঞেস করেন, ‘এত তাড়া কীসের?’ এ প্রসঙ্গে প্রতিযোগী বলেন, আমাদের জীবনে অনেক কিছু করার আছে কিন্তু সময় কম। এতে অমিতাভ অবাক হয়ে জিজ্ঞেস করেন, কী? প্রতিযোগী বলেন, ‘স্যার আমরা একবারই বাঁচি।’
অমিতাভ হেসে বললেন, ‘ভুল উত্তর।’ সঠিক উত্তর হল ‘অপশন ডি, এর মধ্যে একটাও নয়’। প্রতিযোগী বলে ওঠেন, ‘কিন্তু আমি রিপোর্ট পড়েছিলাম..।’ অমিতাভ জিজ্ঞেস করেন, ‘আপনি কি অর্ধেক খবর পড়েছেন নাকি শুধু শিরোনাম?’ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন প্রতিযোগী।
ক্যামেরার দিকে তাকিয়ে অমিতাভ দর্শকদের উদ্দেশে বললেন, ‘তাহলে ভদ্রমহিলা ও ভদ্রলোকরা দেখেছেন? যেখান থেকে জ্ঞান পাবেন, সংগ্রহ করুন। তার আগে একটু স্থির হয়ে নিন।' নতুন এই প্রোমোটি ভক্তরা বেশ পছন্দ করেছেন।