KBC 14 New Promo: কৌন বনেগা ক্রড়োপতির ১৪ নম্বর সিজনের নতুন এপিসোডে অমিতাভ বচ্চনের সঙ্গে হট সিটে বসবেন ডাক্তার ঐশ্বর্য রূপারেল। আর খেলতে খেলতেই তিনি জানান, পরের বছর জানুয়ারিতে বিয়ে করবেন তিনি প্রেমিককে। আর যাতে অমিতাভের সরল প্রশ্ন, সে কেন বিয়ে করতে এত দেরি করছে। আর বিগ বি-র মুখ থেকে এমন কথা শুনে হো হো করে হেসে ওঠেন সকলে।
সোনির তরফ থেকে কেবিসি-র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে সোশ্যালে। ক্যাপশনে লেখা ‘@ajeeb_ladkii ji, আপনি একদম চিন্তা করবেন না, অমিতাভ বচ্চন যখন একবার বলে দিয়েছে তখন আপনার ডেনিটিস্টগিরির দোকান একদম ভালো চলবে’।
প্রোমোয় দেখা যাচ্ছে ওই মহিলা প্রতিযোগীর পরিচয় দিতে গিয়ে বিগ বি বলছেন, যখনই আপনার নামের আগে ডাক্তার লেগে যায়, আমাদের ভয় লাগে না জানি কী করে দেবে এখানে এসে। আর এরপর যখনই অমিতাভ শোনেন তিনি ডেনটিস্ট, সঙ্গে সঙ্গে তিনি যে দাঁতের ডাক্তারদের ভয় পান তা জাহির করেন। বলেন, ‘ওই যে আপনারা চেয়ারে বসিয়ে দেন না। তারপর আনেন ওই একটা হাতিয়ার যেটা বনবন করে ঘোরে আর আওয়াজ করে। তারপর ওটাকে মুখের মধ্যে ঢুকিয়ে দেন।’ তাতে ওই মহিলা ডাক্তার জবাব দেন, ‘স্যার ওটায় ভয় পাওয়ার কিছু নেই। ওটা তো এমনিই আওয়াজ করে’। আর তাতে অমিতাভের সহাস্য জবাব, ‘আপনি তো বলবেনই! তবে আমরা ভয় পাই। তবে ম্যাডাম চিন্তা করবেন না। আপনার ডেনটিস্টগিরির দোকান ভালো চলবে।’ আরও পড়ুন: স্প্লিটসভিলা থেকে রণবিজয়কে সরিয়ে এলেন অর্জুন বিজলানি! ‘ফালতু হবে’ বিরক্ত দর্শক
ডাক্তার ঐশ্বর্য এরপর জানান তিনি এখানে এসেছেন নিজের প্রেমিকের সঙ্গে, যে নিজেও পেশায় একজন ডাক্তার। সঙ্গে ফাঁস করেন পরের বছর জানুয়ারিতে বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। আর তাতে অমিতাভ একটু অবাক হয়েই প্রশ্ন করেন, এত দেরি করছেন কেন বিয়ে করতে। অমিতাভের মুখ থেকে এমন কথা শুনে সেটে উপস্থিত দর্শকদের হাসি আর থামছে না। আরও পড়ুন: বলিউডের নষ্ট হওয়া ভাবমূর্তির সঙ্গে রাহুল গান্ধীর মিল পেল স্বরা,‘সবাই বলে পাপ্পু’
কেন এখনও কেবিসি তাঁকে একইভাবে টানে সে প্রসঙ্গে বলতে গিয়ে অমিতাভ জানিয়েছিলেন, ‘এখনও যখন কেবিসি-র সেটে আসি আমার হাত আর পা কাঁপতে থাকে। ভয় লাগে আমি আদৌ করতে পারব তো। কী করে হবে এটা। প্রত্যেকদিন আমার ভয় লাগে, মনে হয় কীভাবে নিজেকে সামলাব। কিন্তু যখনই দর্শকদের দেখি, মনে জোর পাই। তাই যখনই স্টেজে আসি, ওঁদের ধন্যবাদ দিই। যেভাবে ওঁরা শো-কে ভালোবাসা দেয় তা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে।’