বাংলা নিউজ > বায়োস্কোপ > KBC 14: উপার্জন করতে ১৮ বছর সময় লাগত, সেই টাকা কেবিসি-র মঞ্চে জিতলেন এই পান বিক্রেতা

KBC 14: উপার্জন করতে ১৮ বছর সময় লাগত, সেই টাকা কেবিসি-র মঞ্চে জিতলেন এই পান বিক্রেতা

কেবিসির মঞ্চে..

KBC 14: মহারাষ্ট্রের গোন্দিয়ার বাসিন্দা প্রতিযোগী দ্বারকাজিত মণ্ডলে। পেশায় পান বিক্রেতা তিনি। কেবিসির মঞ্চে যেন ইতিহাস গড়লেন তিনি! দেখুন-

কেবিসির হট সিটে থাকে নিত্য দিনে কোনও চমক। অমিতাভ বচ্চনের মুখোমুখি হট সিটে বসেন কোনও না কোনও মেধাবী। একের পর এক প্রশ্নের জবাব দিয়ে জিতে নিয়ে যান লাখ লাখ টাকা। নতুন পর্বে হট সিটে প্রতিযোগী দ্বারকাজিত মণ্ডলে। পেশায় পান বিক্রেতা তিনি। মহারাষ্ট্রের গোন্দিয়ার বাসিন্দা। সেখানেই তাঁর পানের নিজস্ব ছোট দোকান রয়েছে।

সোনি চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা নতুন প্রোমোতে দেখা গিয়েছে, প্রতিযোগী দ্বারকাজিত হট সিটে বসে জানিয়েছেন, প্রতিদিন পান বিক্রি করে ২০০ টাকা পর্যন্ত উপার্জন করেন তিনি। সেই টাকার সংসার চলে তাঁর। প্রতিযোগীকে নিজের হাতে পা খাইয়ে দেন বিগ বি। দ্বারকাজিতের কথায় মঞ্চে যে প্রথম প্রশ্নটা করা হয়, সেইটা তাঁর পাঁচ দিনের উপার্জন।

আরও পড়ুন: ফের রোহিতের কপ ইউনিভার্সের অংশ হবেন অজয়, পরবেন খাকি ইউনিফর্ম, আসছে ‘সিংঘম এগেইন'

এরপরই দেখা যায় কেবিসির মঞ্চে যেন বোম ফাটালেন দ্বারকাজিত। অমিতাভ চিৎকার করে বলে ওঠেন, ‘আপনি সাড়ে বারো লাখ টাকা জিতে নিয়েছেন। ১৮ বছর সময় লাগবে এই টাকা উপার্জন করতে আপনার।’ প্রতিযোগীর চোখে-মুখে অমলিন হাসি ধরা পড়ে।

এরপরই ১৩ নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যান অমিতাভ। যা ২৫ লাখ টাকার প্রশ্ন। লোককে পান খাইয়ে মুখ মিষ্টি করান দ্বারকাজিত। কেবিসির মঞ্চে কতটা খেলা দেখাতে পারবেন তিনি? সবটাই উত্তর মিলবে এই পর্বে।

বন্ধ করুন