বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan Date: 'ডেটে যাওয়ার বয়স নেই', প্রতিযোগির সঙ্গে রোম্যান্টিক ডেটে অনীহা অমিতাভের! জয়ার ভয়?

Amitabh Bachchan Date: 'ডেটে যাওয়ার বয়স নেই', প্রতিযোগির সঙ্গে রোম্যান্টিক ডেটে অনীহা অমিতাভের! জয়ার ভয়?

অমিতাভের সঙ্গে ডেটে যেতে চান এই মহিলা প্রতিযোগী 

Amitabh Bachchan Date: ‘আপনার সঙ্গে ডেটে যেতে চাই’, অমিতাভকে সটান প্রস্তাব কেবিসি প্রতিযোগির। পরিস্থিতি বেগতিক দেখে কী শর্ত চাপালেন অমিতাভ? 

তাঁর গুণমুগ্ধ আট থেকে আশি। পর্দায় ‘অ্যাংরি ইয়াংম্য়ান’-এর ইমেজ তাঁকে পরিচিতি দিয়েছে ঠিকই তবে রোম্যান্টিক হিরো হিসাবেও তাঁর জুড়ি মেলা ভার! কথা হচ্ছে অমিতাভ বচ্চনের। আশির গণ্ডি পেরিয়েছেন আগেই, তবুও বলিপাড়ার অন্যতম সুপুরুষ অভিনেতা বিগ বি। আপতত কেবিসি-র ১৫ নম্বর সিজন সঞ্চালনায় ব্য়স্ত বর্ষীয়ান অভিনেতা। আরও পড়ুন-আমার ফেভারিট..’, জয়া-রেখা নন! যার হাতে চড় খেয়েছিলেন, সেই নায়িকার অন্ধ ভক্ত অমিতাভ

কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে সদ্য হাজির হয়েছিলেন রাজস্থানের তিন কন্যে- তেজকন্যা রাঠোর,গরিমা এবং অঞ্জলি। ৩ লক্ষ ২০ হাজার টাকা জিতে অমিতাভের সঙ্গে ‘সুপার সিন্দুক’ খেলার প্রস্ততি নেন তাঁরা। কেবিসি-র চলতি সিজনের নয়া সংযোজন এটি। এই রাউন্ডে প্রতিযোগির সামনে ১০টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকে, এক একটির মূল্য ১০ হাজার টাকা। সেই রাউন্ড শুরুর আগেই বেফাঁস তেজকন্যা। রাজস্থানের এই কন্যে অমিতাভকে জানান, মুম্বইতে দারুণ সময় কাটছে তাঁর। সুন্দর পোশাক-আকাশ পরার সুযোগ,দারুণ খাওয়া-দাওয়া, সব মিলিয়ে ভালো সময় কাটছে। এরপরই অমিতাভের সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। যা শুনেই চোখ গোলগোল অমিতাভের। তিনি স্পষ্ট করেন, ‘ডেট’ শব্দের অনেকরকম মানে হয়। যার জবাবে প্রতিযোগী বলেন, অমিতাভ যে অর্থই ধরতে চান তাতে অসুবিধা নেই। 

তেজকন্যা অমিতাভের সঙ্গে ডেটে যেতে নাছোড়বান্দা! অথচ বিগ বি মজা করে বলেন, তাঁর কাছে এখন ডেট মানে খেজুর। কিন্তু ভবি ভোলবার নয়। তেজকন্যা বলে সে খেজুর খেতেও রাজি, কিন্তু অমিতাভকে ডেটে নিয়ে যেতে হবে। এরপরই হাসিমুখে বিগ বি বলেন, ‘আমার বয়সটা এইসব ডেটের উপযুক্ত নয়…. মহিলাদের সঙ্গে তর্ক করা একেবারেই উচিত নয়’। অমিতাভের এই কথাতেও মন গলেনি তেজকন্যার। সে জানায়, অমিতাভ তাঁদের চেয়ে বেশি তরুণ। পরিস্থিতি বেগতিক দেখে অমিতাভ শর্ত চাপান, যদি সুপার সিন্দুকের ১০টি প্রশ্নরে সঠিক জবাব আসে তাহলেই তিনি ডেটে যাবেন। নেটপাড়ায় হাসির রোল অমিতাভকে অপ্রস্তুতে পড়তে দেখে। কেউ কেউ তো বলতে ছাড়েননি, 'বউ জয়া বচ্চনের ভয়ে আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন অমিতাভ'।

কিন্তু দুর্ভাগ্যবশত ৬টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অতিরিক্ত ৬০ হাজার টাকা যেতেন তেজকন্যা-গরিমা এবং অঞ্জলি। এরপর অমিতাভ খানিক আফসোসের সুরে বলেন, সব প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় ডেটে যাওয়ার সুযোগ হারালেন তাঁরা। অমিতাভের সঙ্গে ডেটনাইটের প্রশ্ন পূরণ না হলেও কেবিসি-র মঞ্চ থেকে ২৫ লক্ষ টাকা জিতলেন এই তিন প্রতিযোগী। 

 

বায়োস্কোপ খবর

Latest News

সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫ ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস আদালতের বাইরেই মিটমাট! CBFC-র দাবি মেনে ইমার্জেন্সি-তে ১৩টি বদল আনবেন কঙ্গনা শনিবার থেকে শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারিদের ছুটি, টানা ১৬ দিন বন্ধ নবান্ন আরজি করের 'দুর্ঘটনা দুঃখজনক', পুজো উদ্বোধনের মধ্যেই মন্তব্য মুখ্যমন্ত্রীর রোদ-বৃষ্টিতেই প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? অসুখ থেকে দূরে থাকুন এভাবে পুজোর প্রেমে আস্থা নেই! বঁধুয়া শেষ, দুর্গাপুজো শহরের বাইরেই কাটবে সুরভীর বাবার কোলে বসে আছেন মা, ঠনঠনিয়ার দত্তবাড়িতে মায়ের পুজো হয় বৈষ্ণব মতে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.