চলছে কৌন বনেগা ক্রোড়পতি-র ১৬ তম সিজন। ১২ অগস্ট থেকে শুরু হয়েছে এই শোয়ের প্রিমিয়ার। এদিকে ১৪ অগস্ট উত্তর প্রদেশ থেকে আসা প্রতিযোগী সুধীর কুমারকে পেয়ে বিচলিত হয়ে পড়েন সঞ্চালক অমিতাভ। সুধীর উত্তরপ্রদেশের উন্নাও গ্রামের বাসিন্দা। যিনি জানান, তাঁর গ্রামের আলাদা করে কোনও পরিচয় নেই, এমনকি একটা সাইনবোর্ডও নেই।
সুধীর কুমার জানান, উন্নাও গ্রামের বহু তরুণ বাসিন্দা কর্মসংস্থানের আশায় গ্রাম ছেড়েছেন। তবে সুধীর জানান, তিনি গ্রাম ছাড়তে চাননা, সেই গ্রামেই বাবা-মায়ের কাছে তিনি থাকতে চান। আর বাবাকে গ্রামের কাজে সাহায্য করতে চান। বিগ বি সুধীরকে বলেন, ‘আপনার এই কথা আমাকে বিচলিত করে তুলছে।’ প্রশ্ন করেন, তাঁর বাবার কতটা জমি আছে?
উত্তরে সুধীর জানান, ‘স্যার, ২ বিঘা জমি আছে। আমরা এটা থেকে খুব কমই আয় করি। তাই যখন আমাদের কৃষিকাজ করতে হয়, তখন আমরা অন্যের জমি ধার করি এবং সেই উপার্জনগুলিকে টিকিয়ে রাখার চেষ্টা করি। তাই আমি এখানে একটা ভালো টাকা জিততে চাই। আর আমার বাবার জন্য জমি কিনতে চাই।’ অমিতাভ তাঁকে জিগ্গেস করেন, জমির দাম কত হতে পারে? সুধীর জানান, আমাদের যে পরিমাণ জমি আছে, সেই জমি কিনতে হলে ১২ লক্ষ টাকা লাগবে।'
এরপরই এই পর্ব চলাকালীন, সুধীর কুমার বিগ বি-র কাছে বিশেষ অনুরোধ করেন।, ‘স্যার, আপনার কাছে একটা অনুরোধ আছে। যে আপনার জুতোজোড়া যদি আমায় দেন, তাহলে আমি সে আমাদের গ্রামে নিয়ে যাব। আর আমাদের জীবন ধন্য হবে।’
উত্তরে বিগ বি বলেন, ‘এই জুতো আমি কীভাবে দেব! আমি তো এখন এটা পরে আছি। ঠিক আছে আমি আপনাকে এমনই কোনও জুতো পাঠিয়ে দেব।’ অমিতাভ সুধীর কুমারকে প্রশ্ন করেন বর্তমানে আপনার মাসিক রোজগার কত? উত্তরে তিনি বলেন, এই মুহূর্তে তিনি কোনও রোজগার করছেন না। বলেন, ‘বাবা বছরে ৪৫ হাজার টাকা রোজগার করে।’ অর্থাৎ মাসিক আয় দাঁড়াচ্ছে ৩-৪ হাজার টাকা।