চলছে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৬। আর অমিতাভ বচ্চনের এই শোয়ের আসন্ন পর্বে হাজির হবেন আমির খান ও জুনেইদ খান। সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে উঠে এসেছে সেই পর্বেরই এক টুকরো ভিডিয়ো। সেখানে জুনেইদ, অমিতাভ বচ্চনকে স্ত্রী জয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই আমির পুত্রকে পাল্টা কী প্রশ্ন ছুঁড়ে দিলেন Big B।
চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, আমির পুত্র জুনেইদ খান অমিতাভ বচ্চনকে কিছু প্রশ্ন করেন। তিনি Big B-কে জিগ্গেস করে বসেন, ‘আপনি আপনার বিয়ের দিন নার্ভাস ছিলেন নাকি উত্তেজিত?’ আর সঙ্গে সঙ্গেই ছেলেকে বাধা দিয়ে অমির খান বলে বসেন, ‘আরে এসব প্রশ্ন জিগ্গেস করতে নেই।’ আর জুনেইদের প্রশ্নে তখন অমিতাভ এক্কেবারে চুপ।
আর এরপরই অমিতাভ বচ্চন পাল্টা আমির পুত্রকে জিগ্গেস করে বসলেন, ‘আপনার তো এখনও বিয়ে হয়নি!’ জুনেইদ তখন ঘাড় নেড়ে না বললেন। এরপরই বিগ বি তাঁকে প্রশ্ন করলেন, ‘ভাইসাব, আপনার মনে কি কেউ আছে নাকি শীঘ্রই আসবে?’ এমন প্রশ্ন আমির খান তখন হো হো করে হাসছেন, আর ছেলে জুনেইও হাসছেন, তবে লজ্জা পেয়ে। তারপর কিছুটা তুতলে জুনেইদ হাসতে হাসতে বলেন, ‘বাদ মে বাত করতে হ্যায় স্যার…’ (এটা নিয়ে পরে কথা বলি স্যার)। আমির তো তখন ছেলের উত্তরে হতবাক। অমিতাভ বললেন, ঠিকই, আসল বিষয় হল, কথাটা এবার সার্বজনীন হয়ে যাবে।
এই ভিডিয়োর নিজেও নেটিজেনরা কমেন্টের বন্য়া বইয়ে দিয়েছেন। অনেকেই এধরনের প্রশ্নোত্তর পর্বে বেশ মজাই পেয়েছেন।
প্রসঙ্গত ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন আমির। পরে ২০০২ সালের ডিসেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। আমির-রিনার দুই সন্তান - ছেলে জুনায়েদ ও মেয়ে ইরা খান। পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালের ডিসেম্বরে সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজাদ রাও খানের জন্ম হয়। ২০২১ সালের জুলাই মাসে আমির-কিরণেরও বিবাহ-বিচ্ছেদ হয়েছে।
অন্যদিকে ১৯৭৩ সালে অভিনেত্রী জয়া বচ্চনকে বিয়ে করেন অমিতাভ। তাঁদের দুই সন্তান- ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চন।
কেবিসি
কেবিসি ১৬ শুরু হয়েছিল গত ১২ই আগস্ট থেকে। এটা রাত ৯ টায় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হওয়া শুরু হয়। অমিতাভ ২০০০ সালে কেবিসির প্রথম সিজন থেকেই এই শোয়ের সঞ্চালনা করছেন। শুধুমাত্র ২০০৭ সালে এই শোয়ের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান।