বলিউডের মেগাস্টার তিনি। সম্প্রতি কোন বনেগা ক্রোড়পতিতে এসে নিজের অ্যাকাডেমিক ডিগ্রি, নম্বর সম্পর্কে মুখ খুলেছেন অমিতাভ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হয়েছিলেন অমিতাভ বচ্চন। স্নাতকস্তরে ঠিক কত নম্বর পেয়েছিলেন অমিতাভ বচ্চন?
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি ১৬-এর এক পর্বে এসে নিজের স্নাতকস্তরে প্রাপ্ত নম্বর নিয়ে প্রকাশ্যেই কথা বলেছেন Big B।
ঠিক কী বলেছেন অমিতাভ?
কেবিসি ১৬-র এক নতুন প্রোমোতে অমিতাভকে বলতে শোনা যায়, 'বিএসসি ঠিক কী তা না জেনেবুঝেই আমি BSC করে নিয়েছি। সায়েন্সে- ভালো নম্বর পেয়েছিলাম, তো ওতেই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। কলেজে প্রথমদিন লেকচার শুনতে গিয়েই বুঝেছি, অনেক বড় ভুল হয়ে গিয়েছে। ১০ বছর ধরে আমি স্কুলে যা শিখেছি, তা মাত্র ৪৫ মিনিটেই সব শেষ হয়ে যায়। প্রথমবার ফেল হয়ে গিয়েছিলাম। পরের বার যখন আবার পরীক্ষা দিলাম, তখন অনেক কষ্ট করে ৪২ শতাংশ পেয়েছিলাম। সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম।
প্রসঙ্গত 'সাত হিন্দুস্তানি' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অমিতাভ বচ্চনের। পরে তিনি আনন্দ, গুড্ডি, রেশমা অউর শেরা এবং বোম্বে টু গোয়া-র মতো ছবিতে অভিনয় করেছিলেন। তবে জঞ্জির, দিওয়ার, শোলে, অমর আকবর অ্যান্টনি এবং ডন-এর মতো ছবিতে খ্যাতি অর্জন করেন। এরপর 'মহব্বতে', 'কাভি খুশি কাভি গম', 'ব্ল্যাক', 'কাভি আলবিদা না কেহনা', 'পিকু', 'ব্রহ্মাস্ত্র'-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। মিস্টার বচ্চনকে শেষ দেখা গিয়েছিল নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮ খ্রিষ্টাব্দ- ছবিতে। প্রভাস-দীপিকা পাড়ুকোন অভিনীত অ্যাকশন-থ্রিলারে অমর যোদ্ধা অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেন তিনি।
খুব শীঘ্রই অমিতাভ রজনীকান্ত অভিনীত ‘ভেট্টাইয়ান’ ছবির হাত ধরে তামিল ছবির দুনিয়ায় পা রাখবেন। আগামী ১০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।