বাংলা নিউজ > বায়োস্কোপ > KBC: ‘কী খেয়ে এসেছ!’, ‘ওজনদার’ কাজলের চেয়ার ঠেলতে গিয়ে হাল খারাপ অমিতাভের

KBC: ‘কী খেয়ে এসেছ!’, ‘ওজনদার’ কাজলের চেয়ার ঠেলতে গিয়ে হাল খারাপ অমিতাভের

ওজন নিয়ে কাজলের সঙ্গে মস্করা অমিতাভের। 

কাজল এসেছিলেন কেবিসি-তে ‘সালাম ভেঙ্কি’ সিনেমার প্রচারে। সেখানে অভিনেত্রীর সঙ্গে মস্করা করার সুযোগ একেবারেই ছাড়লেন না অমিতাভ। 

‘সালাম ভেঙ্কি’ দিয়ে অনেকদিন পর পরদায় ফিরলেন কাজল। ইতিমধ্যেই এই ট্রেলার সুপার হিট। ছবি নিয়ে উৎসাহ দর্শকদের মধ্যে। আপাতত প্রচারে ব্যস্ত অজয় দেবগন-পত্নী। গিয়েছিলেন কৌন বনেগা ক্রড়োরপতি-তেও। আর সেখানে গিয়েই অমিতাভ বচ্চন করেন কাজলের ওজন নিয়ে ঠাট্টা।

কাজেলর সঙ্গে কেবিসির সেটে এসেছিলেন অভিনেত্রী রেবতী। দুজনেই বেশ দক্ষতার সঙ্গে অমিতাভের করা প্রশ্নের জবাব দেন। সেটে উপস্থিত খুদে প্রতিযোগীরা সুযোগ পান কাজলের কাছে প্রশ্ন রাখতে। তারমধ্যে একজন অভিনেত্রীকে প্রশ্ন করেন তাঁর সুপার পাওয়ার নিয়ে। এবার প্রশ্ন করা মানুষটা বসেছিল কাজলের ঠিক পিছনে। ফলত তাঁকে দেখতেই পাচ্ছিলেন না তিনি। তখন বিগ বি নিজের সিট ছেড়ে নেমে আসেন সাহায্য করতে। 

হট সিটে বসে থাকা কাজলের চেয়ার ঠেলে সেটিকে ঘুরিয়ে দেন যাতে মুখোমুখি হয়ে উত্তর দিতে পারেন। সেই খুদে প্রতিযোগীকে কাজল জবাব দেন, একজন মহিলা হওয়াই তাঁর সবচেয়ে বড় সুপার পাওয়ার। এরপর অমিতাভ ফের কাজলের চেয়ার ঠেলে সেটিকে নিজের জায়গায় সেট করেন। ঘুরিয়েও দেন কম্পিউটার স্ক্রিনের দিকে। এরপর নিজের সিটে এসে বসে প্রশ্ন ছোঁড়েন, ‘কী খেয়ে এসেছিলেন আপনি যে এত ভারি হয়ে গিয়েছেন?’ বিগ বি-র প্রশ্নের জবাবে কাজলের উত্তর ‘প্রাতরাশ করেছি।’

সব কটি প্রশ্নের সঠিক উত্তর দেন রেবতী। কিছু প্রশ্নের সঠিক জবাব অবাক করে অমিতাভকেও। কারণ সেগুলো ছিল যথেষ্ট কঠিন। গং বাজা অবধি খেলেন ও জিতে নেন ৬ লাখ ৪০ হাজার। 

‘সালাম ভেঙ্কি’ সিনেমা নিয়েও কথা বলেন রেবতী। পরিচয় করান রিয়েল লাইফ সুজাতার সঙ্গে, যার ছেলে ভেঙ্কির উপরই তৈরি হয়েছে এই সিনেমা। সেটে সুজাতার সঙ্গে এসেছিলেন তাঁর মেয়ে। 

ভেঙ্কি আক্রান্ত ডুশেন মাসকিউলার ডিসট্রফি-তে। বেশি দিন বাঁচাতে পারবে না মা। কিন্তু যে কটা দিন বাকি আছে, আনন্দে হাসিমুখে ছেলের আবদার মেটাবে। মা-ছেলের এই জার্নি নিয়েই তৈরি ‘সালাম ভেঙ্কি’। ভেঙ্কির চরিত্রে বিশাল জেথওয়া। পরিচালনার দায়িত্ব সামলেছেন সুজাতা। 

 

বন্ধ করুন