কৌন বনেগা ক্রোড়পতি ১৬-র সর্বশেষ পর্ব শুরু হয়েছিল, প্রতিযোগী সাতনাম সিং, দিল্লির একজন স্কুলের ক্যাব চালকের সঙ্গে। যিনি দুর্ভাগ্যবশত মোটা অঙ্কের টাকা জিততে পারেননি। ৪০ হাজার টাকার ভুল উত্তর দিয়ে, মাত্র ১০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন তিনি।
সতনাম শো থেকে বেরিয়ে যাওয়ার পরে, শ্রীম শর্মা ফাস্টেস্ট ফিঙ্গার রাউন্ড জিতে নেন এবং কেবিসি খেলতে হট সিটে যোগ দেন। শ্রীম পাঞ্জাবের মোগা থেকে এসেছেন এবং তার বাবার কাছ থেকে জ্যোতিষশাস্ত্র শিখছেন। ৩ মে গ্রাউন্ড অডিশনের জন্য ডাক পাওয়ার পর থেকে তিনি ৯৭ দিন ধরে উপবাস করেছিলেন। এই গোটা সময়টা তিনি শুধু ফল খেয়ে ছিলেন। এরপর কেবিসিতেই বিগ বি তার উপবাস ভাঙার জন্য নিজের হাতে রসমালাই পরিবেশ করেন।
আরও পড়ুন: নতুন মেগায় ফিরছে ‘দেশের মাটি’ জুটি তথাগত-পায়েল! কোন চ্যানেলে আসছে এই ধারাবাহিক
আর শ্রীমকে ২৫ লাখ টাকার প্রশ্নের জন্য অমিতাভ প্রশ্ন করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শতবার্ষিকী উদযাপনের সময় এই স্থানগুলির মধ্যে কোনটির নাম একটি দিনের জন্য ঠাকুর স্কোয়ার রাখা হয়েছিল? তবে এটি আর জবাব দিতে রাজি হননি শ্রীম। তিনি শো কুইট করেন ১২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে। আর এর সঠিক উত্তরটি হল B) টাইমস স্কোয়ার , নিউ ইয়র্ক।
কেবিসি প্রসঙ্গে:
অগস্ট মাস থেকেই শুরু হয়েছে কেবিসির নতুন সিজন। এবারেও সঞ্চালকের আসনে অমিতাভ। বিগ বি যখন ২০০০ সালে কেবিসির উদ্বোধনী মরসুম হোস্ট করতে রাজি হয়েছিলেন, তখন তিনি কেরিয়ারের একদম তলানিতে ছিলেন। এটি ব্রিটিশ শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার’-এর একটি হিন্দি সংস্করণ। প্রথম মরসুমের দুর্দান্ত সাফল্য অমিতাভকে ঘরে ঘরে পৌঁছে দেয়। এবং এটি তাঁর চলচ্চিত্র কেরিয়ারেও নতুন জোয়ার আনে। একই বছর তিনি আদিত্য চোপড়ার ব্লকবাস্টার রোমান্টিক ড্রামা 'মহব্বতে'-তে অভিনয় করেন।
আরও পড়ুন: ‘পুলিশ তোমার ডিএ বাকি, চটি কিনে দেবো নাকি?’, লালবাজারের সামনে নির্ঘুম ডাক্তাররা
দ্বিতীয় সিজনেও এরপর ফেরেন অমিতাভ। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করে নিতে হয় তাকে। তৃতীয় সিজনে সঞ্চালকের দায়িত্ব নিয়েছিলেন তাঁর 'মহাব্বতে' ও 'কাভি খুশি কাভি গম'-এর সহ-অভিনেতা শাহরুখ খান। কিন্তু জনপ্রিয় চাহিদায় চতুর্থ সিজনে ফের সঞ্চালনার দায়িত্বে ফেরেন অমিতাভ। তারপর থেকে, তিনি জনপ্রিয় কুইজ শোয়ের প্রতিটি মরসুম সঞ্চালনা করে চলেছেন।