বাংলা নিউজ > বায়োস্কোপ > Ke Prothom Kache esechi Promo: মায়ের বসকে বাবা বানাতে চায় মিহি! সিঙ্গল মাদারের লড়াই গল্প নিয়ে ফিরছেন মোহনা

Ke Prothom Kache esechi Promo: মায়ের বসকে বাবা বানাতে চায় মিহি! সিঙ্গল মাদারের লড়াই গল্প নিয়ে ফিরছেন মোহনা

মায়ের স্যারকে বাবা বানাতে চায় মিহি! আসছে একা মায়ের গল্প ‘কে প্রথম কাছে এসেছি’

গৌরী এলো-র পর ছোটপর্দায় ফিরছে মোহনা। জি বাংলার পর্দাতেই দেখা যাবে অভিনেত্রী। সিরিয়ালের নাম কে প্রথম কাছে এসেছি।
  • কে প্রথম কাছে এসেছি-তে মোহনার নায়ক টুম্পা অটোওয়ালি খ্যাত সায়ন বসু। 
  • ‘গৌরী এলো’র পর জি বাংলার হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করছে মোহনা মাইতি। এই খবর আগেই সামনে এসেছিল,আর এবার সামনে এল সেই মেগা সিরিয়ালের প্রথম প্রোমো। জি বাংলার আসন্ন মেগা কে প্রথম কাছে এসেছি-তে মোহনার নায়ক হিসাবে থাকছেন সায়ন বসু। আরও পড়ুন-জি বাংলার পর্দাতেই ফিরছেন ‘গৌরী’ মোহনা, বিপরীতে থাকছেন এই হ্যান্ডসাম

    হ্য়াঁ, টুম্পা অটোওয়ালির নায়কের সঙ্গে এবার রোম্যান্স করবেন ছোটপর্দার গৌরী, তবে ‘কে প্রথম কাছে এসেছি’তে মোহনার নাম মধুবনী। বাস্তব জীবনে মোহনার বয়স সবে ১৮! অথচ গৌরী এলোর পর এই মেগাতও পরিণত চরিত্রেই দেখা যাবে মোহনাকে। বছর পাঁচের শিশুকন্যা মিহির মায়ের লড়াইকে ঘিরেই এই মেগা। স্বামী নেই, একা মা কীভাবে সমাজের সব প্রতিকূলতা এড়িয়ে মেয়েকে বড় করছে সেই কাহিনি উঠে আসবে এই সিরিয়ালে। আর মাদার্স ডে-র প্রাক্কালে সামনে এল এই সিরিয়ালের প্রোমো।

    সিরিয়ালের প্রথম প্রোমোয় মোহনার স্নিগ্ধ লুক সবার নজর কেড়েছে। শুরুতেই দেখা গেল অফিসে মেয়েকে খুঁজে চলেছে মধুবনী। এরপরেই তাঁর নজরে আসে বসের কেবিনে মেয়ে। স্যারের সামনে রাখা টেবিলে পা ঝুলিয়ে বসে রয়েছে ছোট্ট মিহি, চলছে দেদার দুষ্টুমি। মেয়ের এই আচরণের জন্য ক্ষমা চেয়ে নেয় মধুবনী। যদিও স্যার অ্যাঙ্কেলের সঙ্গে মিহির অসমবয়সী বন্ধুত্ব বেশ জম্পেশ। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, খানিক খোঁচার সুরেই এক কলিগের প্রশ্ন- ‘এই বৃষ্টিতে কী করে বাড়ি যাবে গো? আমার তো হাজব্যান্ড আসছে পিকআপ করতে’। সেইসময়ই মধুবনীর সামনে গাড়ি নিয়ে হাজির স্যার, তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাবও দেন।

    সমাজের কথা ভেবেই সটান ‘না’ বেরিয়ে আসে মধুবনীর মুখ থেকে। তবে মেয়ে ততক্ষণে স্যার অ্যাঙ্কেলের গাড়ির পিছনের সিটে আরাম করে উঠে বসেছে। খানিক বাধ্য হয়েই স্যারের গাড়িতে চেপে বসে মধুবনী, আর জানায় ‘আপনার আমাকে এভাবে হেলপ করাটা সবাই সবসময় স্বাভাবিকভাবে নেয় না'। তাঁর বস জানায়, ‘আমি অস্বাভাবিক কিছু করেছি বলে তো মনে হয় না’। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে গাড়ির পিছনের সিটে ঘুমিয়ে গিয়েছে ছোট্ট মিহি।

    তাঁকে কোলে করে বাড়ির ভিতরে পৌঁছে দেওয়ার অনুমতি চায় সায়ন। মোহনা পালটা জানায়, একা মা হিসাবে মিহিকে সে বড় করছে, এইটুকু অভ্যাস তার রয়েছে। এরপর ঘুমন্ত চোখ চেয়ে হঠাৎ করে মিহি বলে ওঠে, ‘আচ্ছা মা, স্যার আঙ্কেল যদি আমার পাপা হয় তাহলে আমাদের সঙ্গে থাকতে পারবে?’ মেয়ের প্রশ্নে চমকে উঠে মধুবনী। দমকা হওয়ায় খুলে যায় তাঁর বাড়ির দরজা। অপর প্রান্তে অবাক বিস্ময়ে তাকিয়ে তাঁর স্যার।

    কোন স্লটে আসবে এই মেগা? তা এখনও স্পষ্ট নয়। তবে জল্পনা, এই সিরিয়ালের জন্য বাংলা টকিজের চলতি মেগা ‘মন দিতে চাই’ বন্ধ হচ্ছে। 

     

     

    Haryana and JNK Election Haryana and JNK Election
    বায়োস্কোপ খবর

    Latest News

    বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.