কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি মাত্র কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে। এর মধ্যেই বিপুল সাড়া পেয়েছে দর্শকদের থেকে। এখানে একজন সিঙ্গল মায়ের লড়াইয়ের গল্প উঠে এসেছে। সম্প্রতি এই ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেটা দারুণ ভাবে নজর কেড়েছে দর্শকদের।
কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের নতুন প্রোমো
কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের যে নতুন প্রোমো চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে মধুবনীর দিদি তাঁকে নেশা বা ঘুমের ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে দিচ্ছে। এবং এক প্রকার জোর করে বিয়ে দিতে চাইছে এক বয়স্ক লোকের সঙ্গে। কিন্তু সেই ব্যক্তি যখন মধুবনীকে সিঁদুর পরাতে যাবে তখনই ছোট্ট মিহিকে কোলে নিয়ে সেই ঘরে প্রবেশ করবে ঋকদেব, অর্থাৎ মধুবনীর অফিসের স্যার। সেই বাঁচাবে নায়িকাকে। এবং বলবে সে যতদিন আছে ওদের সে কিছুই হতে দেবে না। আগলে রাখবে।
এই প্রোমো স্বাভাবিক ভাবেই সকলের বেশ নজর কেড়েছে। গল্পেও যে দারুণ একটা মোড় আসতে চলেছে সেটা স্পষ্ট। এক ব্যক্তি লেখেন, 'আপনারা বিয়ে এটি সিঁদুরদান সুস্থ ভাবে দেখাতে পারেন না?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এরম একটা দিদি জামাইবাবু থাকলে জীবনে আর শত্রুর প্রয়োজন নেই।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'যাহ, ভাবলাম নায়ক সিঁদুর পরিয়ে দেবে। কবে হবে ওদের বিয়ে?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'দারুণ লাগল প্রোমো। অপেক্ষায় রইলাম।' অনেকে আবার ছোট্ট মিহির অভিনয়ের প্রশংসা করেছেন।
আরও পড়ুন: বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আর গণপথের জন্য প্রায় ২০০ কোটি নিয়েছেন টাইগার! কী জানালেন প্রযোজক?
কে প্রথম কাছে এসেছি প্রসঙ্গে
কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি জি বাংলার পর্দায় দেখা যায়। এটি রোজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সম্প্রচারিত হয়। এখানে প্রধান ভূমিকায় আছেন মোহনা মাইতি এবং সায়ন বসু।