বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রথম সিনেমা মুক্তির আগেই মারা গেলেন ৩১ বছরের পরিচালক! শোকের ছায়া বিনোদন জগতে

প্রথম সিনেমা মুক্তির আগেই মারা গেলেন ৩১ বছরের পরিচালক! শোকের ছায়া বিনোদন জগতে

মাত্র ৩১ বছরে প্রয়াত কেরালা পরিচালক জোসেফ মনু জেমস। 

কেরালার তরুণ চলচ্চিত্র নির্মাতার জোসেফ মনু জেমলের মৃত্যুর খবরে শোকাহত বিনোদন জগত। ‘খুব তাড়াতাড়ি চলে গেলে ভাই’, লিখলেন অভিনেতা অজু।

জোসেফ মনু জেমস, কেরালার এক তরুণ চলচ্চিত্র নির্মাতা, যার প্রথম সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, ২৪ ফেব্রুয়ারি এর্নাকুলাম জেলার আলুভারের একটি হাসপাতালে মারা যান। ৩১ বছরের ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসলে জানা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত।

মনুর প্রথম সিনেমা ‘ন্যান্সি রানি’-তে অভিনয় করেছেন অহনা কৃষ্ণা এবং অর্জুন অশোকন। যেটি শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবেই এই খবর বড় আঘাত এনেছে সিনেমার সব সদস্যদের মনে। অহনা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন মনু! আপনার সঙ্গে এমনটা হওয়া উচিত হয়নি!’

বর্তমানে পোস্ট প্রোডাকশনের পর্যায়ে ছিল এই সিনেমা। যাতে অহনা কৃষ্ণকুমার, অর্জুন অশোকন, অজু ভার্গিস, শ্রীনিবাসন, ইন্দ্রানস, সানি ওয়েন, লেন, লালদের মতো সিনিয়র অভিনেতারা কাজ করেছেন। অজু ইনস্টাগ্রামে লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে ভাই’। আরও পড়ুন: ঠাকুমা শর্মিলার সঙ্গে মুভি ডেটে সারা! ছবি তুললেন জড়িয়ে, আদর করে কী নামে ডাকলেন?

মনু একজন অভিনেতা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন যখন তিনি ২০০৪ সালে সাবু জেমসের সিনেমা আই অ্যাম কিউরিয়াস- এ কাজ করেন শিশুশিল্পী হিসেবে। পরবর্তীতে মালয়ালম এবং কন্নড় সিনেমায় কাজ করেছেন চুটিয়ে। এরপর সহ-পরিচালক হিসেবে কাজ শুরু করেন। আরও পড়ুন: ৫০-এ খুঁজে পেলেন ভালোবাসা! ফের সাত পাক ঘুরলেন ‘কুমকুম’ জুহির প্রাক্তন স্বামী

২৬ ফেব্রুয়ারি কোট্টায়ামের কুরাভিলাঙ্গাদের একটি গির্জায় তার শেষকৃত্যের আয়োজন হয়েছিল। জোসেফের স্ত্রীর নাম মনু নয়না। কুরাভিলাঙ্গাদ দম্পতি জেমস জোসেফ এবং সিসিলি জেমস ছিলেন মনুর বাবা-মা।

বন্ধ করুন