বাংলা নিউজ > বায়োস্কোপ > কেরলে নৃংশভাবে গর্ভবতী হাতি হত্যার নিন্দায় সরব আলিয়া-শ্রদ্ধারা,দাবি কঠোর আইনের

কেরলে নৃংশভাবে গর্ভবতী হাতি হত্যার নিন্দায় সরব আলিয়া-শ্রদ্ধারা,দাবি কঠোর আইনের

কেরলে গর্ভবতী হাতি হত্যার প্রতিবাদে সরব বলিউড তারকারা

পশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন দাবি বলিউড তারকাদের।

কেরলে নৃংশভাবে এক গর্ভবতী হাতিকে মেরে ফেলার ঘটনা সামনে আসার পর থেকেই সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়।রাজ্যের বন বিভাগের অফিসার মোহন কৃষ্ণন সোশ্যাল মিডিয়ায় এই নক্কারজনক ঘটনা প্রকাশ্যে আনেন। আনারসের মধ্যে বাজি ভরে খাওয়ানো হয়েছিল ওই হাতিকে। ঘটনা কেরলের মালাপ্পুরম জেলার।বিস্ফোরণের জেরে শরীরের ভিতরে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল ওই হাতির। এরপর সেই অবস্থাতেই তীব্র যন্ত্রণায় বেশ কয়েকদিন গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায় হাতিটি,এরপর ভেল্লিয়ার নদীতে নেমে যায় যন্ত্রণা লাঘব হওয়ার আশায়। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মৃত্যু হয় হাতিটির। পরে জানা যায় হাতিটি গর্ভবতী ছিল। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকেই সরব নেটিজেনরা। এই বর্বর ও নৃশংস ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল মনষ্যত্ব আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে! গর্ভবতী হাতির মৃত্যু ঘিরে প্রতিবাদী তারকারাও। পশু নির্যাতনের বিরুদ্ধে আরও কঠিন আইন দাবি করলেন আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, অনুষ্কা শর্মরা। 

টুইটারের দেওয়ালে শ্রদ্ধা লেখেন, কীভাবে? এইরকম ঘটনা কীভাবে ঘটতে পারে? মানুষের কী হৃদয় নেই?  আমার মন ভেঙে আছে…অপরাধীদের কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি'।

অনলাইনে একটি পিটিশন সই করার আর্জিও জানিয়েছেন অভিনেত্রী। 

পশুপ্রেমী হিসাবে পরিচিত রণদীপ হুডা পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ট্যাগ করে টুইটে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন। তিনি লেখেন, এই ঘটনা একবারেই অমানবিক! বাজি ভর্তি আনারস খাইয়ে একটা গর্ভবতী,বন্ধুসুলভ হাতিকে হত্যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না.. দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি'

অন্যদিকে অভিনেত্রী আলিয়া ভাট এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করে লেখেন, নিন্দনীয়..মারাত্মক নিন্দনীয়। আমাদের ওদের আওয়াজ হতে হবে! এটা কোন ধরণের অসুস্থ মানসিতার পরিচয়? মন ভেঙে যাচ্ছে'।

অনুষ্কা-আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরি
অনুষ্কা-আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরি

পশু সুরক্ষা নিয়ে বরাবরই সরব অনুষ্কা শর্মা। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘ঠিক এই কারণেই পশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন দরকার’।

হাতিটির অটপসি রিপোর্ট বলছে অন্তত দিন কুড়ি আগে আহত হয়েছিল হাতিটি। অর্থাত ঘটনাটি ঘটেছে মে মাসের শুরুর দিকে। এই দীর্ঘ সময় ধরে সহ্য যন্ত্রণা বয়ে বেরিয়েছে হাতিটি। এই গর্ভবতী হাতির নৃসংশ হত্যা ফের একবার দেশে অবলাদের সুরক্ষা নিয়ে বেশকিছু প্রশ্নচিহ্ন তুলে দিল।

বায়োস্কোপ খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.