কিছুদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করেন আজু অ্যালেক্স। সেখানে তিনি ভারতীয় সেনা এবং অভিনেতা মোহনলালের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন। আর তারপরই এদিন তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: বিতর্ক ঘনাতেই লোকসভার আগে ছেড়েছিলেন পদ, ফের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন দেব
আরও পড়ুন: 'নিরাপত্তা কোথায়? সহ্য শক্তি তলানিতে ঠেকেছে ...' আরজি করের চিকিৎসকের মৃত্যুতে ক্ষোভ উগরালেন সিধু - কমলেশ্বর
কী ঘটেছে?
ভারতীয় সেনা এবং মোহনলালকে অপমান করার জন্য এবং তাঁদের নামে অপমানজনক কথা বলার জন্য এদিন কেরলের এক ব্লগারকে গ্রেফতার করা হয়। এই ব্যক্তির নাম আজু অ্যালেক্স। ৪২ বছর বয়সী এই ব্যক্তি কেরলের পান্থামথিত্তার তিরুভালার মাঞ্জাডির বাসিন্দা। তাঁর ইউটিউব চ্যানেলের নাম চেকুথান। সেখানেই তিনি ভারতীয় সেনা এবং মোহনলালের নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন। এরপরই অ্যাসোসিয়েশন অব মালায়লাম মুভি আর্টিস্টের সভাপতি সিদিক্কি এই ব্যক্তির নামে অভিযোগ করেন পুলিশের কাছে।
আরও পড়ুন: 'মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে...' আরজি করের তরুণী চিকিৎসকের জন্য মোমবাতি মিছিল, প্রতিবাদে সরব কিঞ্জল
শুক্রবার ৯ অগস্ট আজুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে ভারতীয় সেনা এবং মোহনলালের নামে বারংবার অপমানজনক কথা বলার কারণেই এই কেস দায়ের করা হয়েছে। আজু তাঁর ভিডিয়োতে জানিয়েছেন মোহনলাল নাকি তাঁর ক্ষমতার অপব্যবহার করছেন। এই বিষয়ে বলে রাখা ভালো মোহনলালকে ভারতীয় সেনার তরফে লেফটেনেন্ট কর্নেলের সম্মান দেওয়া হয়েছে।
বিএনএস সেকশন ১৯২ এবং ২৯৬ বি সহ কেরল পুলিশ অ্যাক্টের সেকশন ১২০ ধারায় আজু অ্যালেক্সের নামে মামলা করা হয়েছে। তবে বর্তমানে তিনি জামিন পেয়ে বাইরে আছেন।
এই প্রসঙ্গে সিদিক্কি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি এই কেস মোহনলাল তাঁদের সংগঠনের সদস্য বলেই কেবল যে ফাইল করেছেন সেটা নয়। অন্য কারও নামেও যদি এই ব্যক্তি অপমানজনক কথা বলতেন তাহলে নাকি তিনি তাঁর নামে কেস করতেন।