যে কোনও ভূমিকায় আপনি যা চান অক্ষয় কুমার একেবারে ঠিক তাই। রোম্যান্স হোক বা কমেডি বা অ্যাকশন সব কিছুতেই তিনি সেরা। ২০১৯ সালের তাঁর ছবি 'কেশরি' মুক্তি পেয়ে ছিল। ছবিটি দর্শকদেরও বেশ পছন্দ হয়েছিল। আর এবার আসছে ‘কেশরি ২’। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। এবার এই ছবিতে উঠে আসবে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা। টিজারে অক্ষয়কে আইনজীবী হিসেবে দেখা গিয়েছে। আর এবার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। সেখানে অনন্যা পান্ডে এবং আর মাধবনের প্রথম ঝলক দেখা গিয়েছে।
আরও পড়ুন: ল্যাকমে ফ্যাশন উইকে অনামিকা খান্নার পোশাক পরে হাঁটলেন সারা! মেয়ের কৃতিত্বে কী বললেন নীলাঞ্জনা?
'কেশরি চ্যাপ্টার ২'-এর নতুন পোস্টাটি প্রেক্ষাগৃহে টাঙানো হয়েছিল। দর্শকরাই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর তা প্রকাশ্যে আসতেই হয় ভাইরাল। ইতিমধ্যেই টিজারে আদালতে অক্ষয় কুমারকে দেখা গিয়েছে। তবে পোস্টারে অনন্যা পাণ্ডে এবং আর মাধবনের প্রথম ঝলক দেখা গিয়েছে। পোস্টারে অক্ষয়ের মতো, মাধবনকেও চশমা পরেতে দেখা গিয়েছে। সঙ্গে কাঁচা-পাকা দাড়িতে বেশ অন্য রকম লুকে নজর কেড়েছেন মাধবন। অন্যদিকে, আইনজীবীর ভূমিকায় নজর কেড়েছেন অনন্যা। অনন্যাকে সাদা শাড়ি, কালো ওয়েস্টকোট এবং গলায় সাদা ব্যান্ড পরে দেখা গিয়েছে। পোস্টারে তাঁর চোখ যেন কথা বলছে।
আরও পড়ুন: অজয়-রীতেশের ঠাণ্ডা লড়াই! হানি সিংয়ের গানের সঙ্গে ‘রেইড ২’-এর চমকে ঠাসা টিজার
তবে ‘কেশরি চ্যাপ্টার ২’-এর এই নতুন পোস্টার দেখে দুই ভাগে বিভক্ত নেটপাড়া। অনেককে অনন্যার এই নতুন অবতার দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যেমন একজন লেখেন, ‘অনন্যা একজন অভিনেত্রী হিসেবে খুব ভালো ভাবে এগিয়ে যাচ্ছেন।’ তবে অনেকে তাঁকে এই লুকে দেখে নানা নেতিবাচক মন্তব্যও করেছেন। একজন লেখেন, ‘এটা কেন? এত হাস্যকর লাগছে। তবে আশা করি অনন্যা সবার মন জয় করবে।’ আর এক নেটিজেন অনুমান করেছেন, ‘যেহেতু অক্ষয়ও একজন আইনজীবী, তাই সে সম্ভবত পাবলিক প্রসিকিউটর। একজন অ্যাংলো-ইন্ডিয়ান?’ তবে অনেকে অনন্যাকে ট্রোলও করেছেন। একজন লেখেন, ‘মিস্কাস্ট! এতে ক্যাটরিনাকে কাস্ট করলে না! সে অ্যাংলো-ব্রিটিশ ভূমিকায় অসাধারণ অভিনয় করতো!’ আর একজন তাঁকে সমর্থন জানিয়ে লেখেন, ‘মিস্কাস্ট।’
তবে এই প্রথম নয়, এর আগেও অনন্যা একটি ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২৩ সালে, অভিনেত্রী ‘ড্রিম গার্ল ২’-তে আয়ুষ্মান খুরানার বিপরীতে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। 'কেশরি চ্যাপ্টার ২' আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে।