সদ্যই বক্স অফিসে মুক্তি পেয়েছে খাদান। আর মুক্তি পেতেই না পেতেই একের পর এক চমক দিয়ে চলেছে এই ছবি। গড়ছে নিত্য নতুন রেকর্ড! প্রথম দিন বক্স অফিসে কত টাকা আয় করল দেবের ছবি, জানালেন খোদ অভিনেতাই!
আরও পড়ুন: বলিউড - দক্ষিণ নয়, টলিউডও পারে, প্রমাণ করলেন দেব! অ্যাকশন থেকে নাচ - গানে ঠাসা খাদান কেমন হল?
আরও পড়ুন: ঝরঝরে - মেদহীন স্ক্রিপ্টে থ্রিল-টুইস্ট ভরপুর! মাস্ট ওয়াচ ‘চালচিত্র’ -এ 'শোস্টপার' তানিকা
প্রথম দিন বক্স অফিসে কত আয় করল খাদান?
এদিন দেব তাঁর এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে খাদান ছবিটির একটি পোস্টার পোস্ট করে জানান প্রথম দিন বক্স অফিসে এই ছবিটি কত টাকা আয় করেছে। সেখান থেকেই জানা গিয়েছে কোলিয়ারি অঞ্চলের মাফিয়া রাজ এবং ২ বন্ধুর গল্পের উপর নির্মিত ছবিটি মুক্তি পেতে না পেতেই বক্স অফিসে মুক্তির দিন ১ কোটি টাকা আয় করেছে।
দেব এদিন যে পোস্টার শেয়ার করেছেন সেখানে লেখা, 'খাদান বক্স অফিসে গর্জন তুলেছে।' একই সঙ্গে এই পোস্টার পোস্ট করে অভিনেতা তার ক্যাপশনে লেখেন, 'আরও বেশি করে ভালোবাসা দিন এবং খাদানকে উদযাপন করুন।' দেব এদিন আরও জানিয়েছেন, আরেকটি পোস্টে অভিনেতা জানান দ্বিতীয় দিন তাঁর ছবির প্রায় ১৩৫টির বেশি শো হাউজফুল হয়েছে।
আরও পড়ুন: রাজকে কমার্শিয়াল সিনেমার ‘বাবা’র তকমা রানার! বললেন, 'উনি দিয়েই গেছেন, এবার ওঁকে কিছু ফিরিয়ে দিন'
খাদান ছবিটি প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেল। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। প্রসঙ্গত এই ছবিটি UA সার্টিফিকেট পেয়ে গিয়েছে সেন্সর বোর্ড থেকে। খাদান ছবিটির রান তাইম্ব২ ঘণ্টা ১৭ মিনিট ১১ সেকেন্ড। বক্স অফিসে ২০ তারিখ এই ছবিটি মুখোমুখি হল প্রতিম ডি গুপ্তর চালচিত্র, রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান এবং মানসী সিনহার ৫ নম্বর স্বপ্নময় লেন ছবি তিনটির সঙ্গে।