বাংলার বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে গুড়িয়ে দিচ্ছে দেব-এর খাদান। দেব মানেই এখন ব্লকবাস্টার। তাঁর হাত ধরেই ফের একবার নতুনভাবে আশার আলো দেখছে বাংলা বাণিজ্যিক ছবি। বাংলা কমার্শিয়াল ছবিকে নতুনভাবে বক্স অফিসে ফিরিয়ে এনেছেন সুপারস্টার। যা হয়তবা টলিপাড়ার অনেক তাবড় তাবড় তারকাও ভাবতে পারেননি। ১০ জানুয়ারি, শুক্রবার ফের একবার বক্স অফিসের আপডেট দিলেন সুপারস্টার।
বক্স অফিসে এই মুহূর্তে কত কালেকশন হয়েছে 'খাদান'-এর?
১০ জানুয়ারি, শুক্রবার নিজেই একটু অন্য কায়দায় ভিডিয়ো পোস্ট করে ছবির বক্স অফিস রিপোর্ট জানিয়েছেন সুপারস্টার দেব। যেখানে দেখা যাচ্ছে টিম খাদান-এর দ্রুত এগিয়ে এসে ১৫ কোটি লেখা ফলকের সামনে এসে দাঁড়াচ্ছে। যে বাসের পিছনে লেখা, ‘যা যা বলে দে, তোর বাপ এসেছে…’। আবার ভিডিয়োর সঙ্গে ব্যাকগ্রাউন্ডেও বাজছে এই একই গান। তাঁদের সামনের মাইলফলকে লেখা ২০ কোটি। অর্থাৎ এবার খাদান-এর লক্ষ্য বক্স অফিসে ২০ কোটির গণ্ডি টপকানো।
যে ভিডিয়োটি পোস্ট করে দেব লিখেছেন, ‘খাদান-কে সীমাহীন ভালবাসা ও সমর্থন দিয়ে দেওয়ার জন্য আমারা দর্শকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ! আপনাদের এই করতালিই আমাদের আবেগ জ্বালিয়ে তোলে় এবং প্রতিটি মুহূর্তকে অবিস্মরণীয় করে তোলে। আসুন একসঙ্গে এই অবিশ্বাস্য যাত্রা উদযাপন করি!’ পোস্টের উপরে দেব লেখেন, ‘খাদান-এর করল সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন।’
আরও পড়ুন-‘বেঁচে আছি, শ্বাস নিচ্ছি এটাই তো অনেক…’, জন্মদিনে হঠাৎ একথা কেন লিখলেন নুসরত?
গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'খাদান'। আপাতত চতুর্থ সপ্তাহে পা দিয়েছে দেব-যিশুর এই ছবি। প্রথম সপ্তাহে ছবি ব্যবসা করেছিল ৬.৬০ কোটির। দ্বিতীয় সপ্তাহের আয় হয় ৪.৭০ কোটি। আর তৃতীয় সপ্তাহে আয় হয় ১.৬৫ কোটি। তবে বর্তমানে শুধু বাংলা নয়, গোটা দেশে রমরমিয়ে চলছে খাদান। বাংলায় অসাধারণ সাফল্যের পর, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, অসমের মতো একাধিক শহরেও মুক্তি পেয়েছে এই বাংলা ছবি। অর্থাৎ ভিন রাজ্যেও বাঙালিরা এই ছবি দেখতে পাবেন।
এদিকে এই ছবির প্রচারে ছবির প্রচারে নিজের জান লড়িয়ে দিয়েছেন দেব। বাস ভাড়া করে ছুটে গিয়েছেন মফসসলে। শিলিগুড়ি থেকে বর্ধমান, দুর্গাপুর থেকে বোলপুরের মতো জায়াগায় পৌঁছে গিয়েছেন টিম নিয়ে। ছবির প্রচারে দেব-যিশুর সঙ্গে সমানে নেচে-গেয়ে মঞ্চ মাতিয়ে রেখেছিল ইধিকা পাল। বলাই বাহুল্য বলিউডে কায়দায় বাংলা সিনেমার এমন প্রচার আগে দেখেনি ইন্ডাস্ট্রি। জানা যাচ্ছে, আর এই সবটাই এসেছিল দেবের মাথা থেকেই। তবে শুধু বাস নিয়ে ছবির প্রচার নয়, এখনও সমানে হল ভিজিটে যেতে দেখা যাচ্ছে সুপারস্টার দেবকে। শুক্রবারই গিয়েছিলেন হাওড়ার বাগনানের একটি হলে। সেখানে তাঁকে দেখতে উপচে পড়েছিল ভিড়। আবার হলের ভিতর ঢুকে দর্শকদের উদ্দেশ্যে ফুলের তোড়া ছুড়তে দেখা যায় দেবকে।