'কিশোরী কিশোরী কিশোরী কিশোরী…তোকে না পাইলে জানি না কী করি!' রথিজিৎ-এর গাওয়া এই গানটি এখন 'খাদান'-এর মতোই সুপারহিট। আর বাংলা ছবি 'খাদান' আর এই ‘কিশোরী’ গানের হাত ধরেই এখন সুপারস্টার দেবের পাশাপাশে জনপ্রিয়তার শিখরে রয়েছেন ছবির নায়িকা ইধিকা পাল। বাংলায় ডেবিভ ছবি করেই এমন জনপ্রিয়তা পেয়েছেন এমন নায়িকা অবশ্য বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তেমন খুঁজে পাওয়া যায় না।
আপাতত মানুষের ভালোবাসা, জনপ্রিয়তার জোয়ারে গা ভাসিয়েছেন ইধিকাও। যেখানেই যাচ্ছেন শুধুই লোকে তাঁকে 'কিশোরী কিশোরী' বলে ডাকতে শুরু করে দিচ্ছেন। সম্প্রতি এক খুদের কাণ্ডে হতবাক অভিনেত্রী নিজেও। রবিবার রাতে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিলেন ইধিকা। সেসময় রাস্তার অপর পাশ দিয়ে বাবা-মায়ের মাঝে বসে বাইকে সওয়ার হয়েছিল ছোট্ট একটি মেয়ে। গাড়ি সিগন্যালে দাঁড়ায়। সেই স্বল্প সময়ের মধ্যেই অপরদিকে গাড়িতে থাকা ইধিকার দিকে চোখ যায় শিশুটির। সে 'কিশোরী কিশোরী' বলে চিৎকার করে ওঠে। খুদে অনুরাগীর কাণ্ডে না হেসে পারেননি ইধিকা, দেন উড়ন্ত চুমু। টলি অনলাইনের সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই মুহূর্ত…।
আরও পড়ুন-রুদ্রনীলের দলের দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনওদিনই নিজেকে মেলাতে পারব না, তবে আমাদের…: পরমব্রত
এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘এটাই তো প্রাপ্তি’। কারোর কথায়, ‘বাংলা জুড়ে খাদান জ্বর’, কারোর মন্তব্য, 'পুরো বাংলা ক্ষেপে গেল কিশোরীতে।' গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেবের 'খাদান', সেদিন থেকে স্বমহিমায় বাংলার বক্স অফিসে রাজত্ব করছে এই ছবি। এই মুহূর্তে ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে খাদান ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৯৫ লাখ টাকায়।
প্রসঙ্গত, 'খাদান'-এ দেব ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত দত্ত রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের প্রযোজনার মুক্তি পায় ছবিটি। এদিকে খাদান পার্ট-২ আসবে বলে জানানো হয়েছে।