সদ্যই মুক্তি পেয়েছে খাদানের জিউক বক্স। সেখানেই শোনা গেল ছবির বেশ কিছু গান যা এখনও আলাদা ভাবে মুক্তি পায়নি। আর তারই অন্যতম হল রাধারাণী গানটি। সেই গানটির সুর, কথায় নেটপাড়া এতটাই মুগ্ধ হয়েছে যে প্রশংসার বন্যা বইছে রথিজিৎকে নিয়ে।
আরও পড়ুন: হাউজফুল খাদানের মধ্যরাতের শো! দুর্দান্ত ওপেনিং পেয়েও দর্শকদের কাছে কী অনুরোধ করলেন দেব?
খাদান ছবির রাধারাণী গান
দেব অভিনীত খাদান ছবিটির রাধারাণী গানটি লিখেছেন ঋতম সেন। গানটি কম্পোজ করেছেন রথিজিৎ ভট্টাচার্য এবং গেয়েছেন সারেগামাপা খ্যাত অর্কদীপ মিশ্র। গানটি মূলত কীর্তন ধাঁচের। গানটির কথা থেকে সুর সবই ভীষণ ভাবে মনে ধরেছে নেটিজেনদের।
কে কী বলছেন রাধারাণী গানটি নিয়ে?
এদিন একটি পেজের তরফে এই গানটির তারিফ করে লেখা হয়, 'এটা দেখে অনেকেই হয়তো ভ্রু কুঁচকাবেন তবুও বলছি জিৎ গঙ্গোপাধ্যায় বাংলা ছবির জন্য যা করে গিয়েছেন সেটার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন রথিজিৎ ভট্টাচার্য। এই বছরের খালি সেরা গান নয় রাধারাণী, বিগত কয়েক বছরের মধ্যে সেরা এটা। সুর, গলা, লিরিক্স, কম্পোজিশন সব দুর্দান্ত।'
কেউ আবার লেখেন, 'রথিজিৎ দার গানগুলো প্রতিটি একটা অন্যকে ছাপিয়ে গেছে, পুরো প্যাকেজ ব্লকব্লাস্টার।' আরেকজন লেখেন, 'রাধারাণী গানটা সবথেকে সেরা, রিলিজ করলে ওটাই বেশি হিট হতো, সেরা লিরিক্স, সেরা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এটা কী বানিয়ে ফেলেছেন! রাধারাণী শুনেই একটা আলাদা ফিলিং আসছে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'সব কিছু না হয় ছেড়ে দিলাম শুধু এই রাধারাণী গানটার জন্য কম করে পাঁচ বার হল এ যাওয়া যায়।'
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। প্রসঙ্গত এই ছবিটি UA সার্টিফিকেট পেয়ে গিয়েছে সেন্সর বোর্ড থেকে। খাদান ছবিটির রান তাইম্ব২ ঘণ্টা ১৭ মিনিট ১১ সেকেন্ড। বক্স অফিসে ২০ তারিখ এই ছবিটি মুখোমুখি হবে প্রতিম ডি গুপ্তর চালচিত্র, রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান এবং মানসী সিনহার ৫ নম্বর স্বপ্নময় লেন ছবি তিনটির সঙ্গে।