বক্স অফিসে খাদান তুমুল ভাবে সফল। একটার পর একটা রেকর্ড ভেঙে এবং গড়ে তাক লাগিয়েছে। এবার তাই ছবি ১৩ কোটির গণ্ডি টপকে যেতেই গ্র্যান্ড সাকসেস পার্টির আয়োজন করা হল। কারা এসেছিলেন?
খাদানের সাকসেস পার্টি
বক্স অফিসে সদ্যই ১৩ কোটির গণ্ডি টপকে গিয়েছে দেব অভিনীত খাদান। আর তারপর সোমবার, ৬ জানুয়ারি সাকসেস পার্টির আয়োজন করা হয় ছবির নির্মাতাদের তরফে। আর সেখানেই বসেছিল চাঁদের হাট। এদিন বিনোদিনী ছবির প্রচারে গিয়েছিলেন রুক্মিণী মৈত্র। গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। সেখান থেকে সেই লুকেই তিনি পৌঁছন খাদানের সাকসেস পার্টিতে। মেরুন শাড়ি, ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ পরে তাঁকে দেবের হাত ধরেই পার্টিতে ঢুকতে দেখা যায়। অন্যদিকে দেবের পরনে ছিল টম অ্যান্ড জেরি আঁকা ফাঙ্কি শার্ট এবং জিন্স।
এদিন খাদানের সাকসেস পার্টিতে এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, স্বস্তিকা দত্ত, প্রমুখ। খাদানের সাকসেস পার্টিতে এসেও রুক্মিণীকে বিনোদিনী ছবিটির প্রচার করতে দেখা যায়। তিনি দেব, সৃজিতের হাত ধরে টেনে তাঁর পাশে দাঁড় করান। সঙ্গে ছিলেন যিশু সেনগুপ্তও। তাঁদের অভিনেত্রী বাধ্য করেন বিনোদিনীর স্টাইলে হাত নাড়ার জন্য।
অন্যদিকে কিশোরী ওরফে ইধিকাকে কালো ড্রেসে এই পার্টিতে আসতে দেখা যায়। তাঁকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এদিনের পার্টিতে এসেছিলেন লহমা ভট্টচার্যও।
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। এই ছবির শেষে জানানো হয়েছে পরবর্তী ভাগ অর্থাৎ খাদান ২ আসবে।