ছবি মুক্তির আর ২০ দিনও বাকি নেই। তার আগেই প্রকাশ্যে এল খাদান ছবির টিজার। আর প্রথম ঝলকেই দর্শকদের ঘুম ওড়ালেন দেব। গোটা ছবি জুড়েই যে ধুন্ধুমার অ্যাকশন দেখা যাবে সেটা ঝলক বেশ স্পষ্ট করে দিল। আর ও হ্যাঁ, পুরোনো দেবের এক ঝলকও এই ছবির টিজারে দেখা গেল বইকি!
আরও পড়ুন: বক্স অফিসে ভরাডুবি, এদিকে আন্তর্জাতিক স্তরে সম্মানিত পদাতিক! সৃজিতের ছবি পেল কোন কোন তকমা?
খাদান ছবির টিজার
এদিন দেব খাদান ছবিটির টিজার পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি কয়লা খনির সাইরেন বাজছে, বড় বড় চিমনি থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। তারপরই ঘটে গেল একটা বিস্ফোরণ। কয়লা খনির পথে চলেছে ট্রাকের সারি আর নেপথ্যে বাজছে দেবের গলা। বলছেন, 'সর্দারি অত সিধা না। যে একা সব সয়, ওই সর্দার হয়।' এরপরই কুড়ুল হাতে ধুন্ধুমার অ্যাকশন করতে দেখা যায় দেবকে।
কখনও বিড়ি গিলে নিচ্ছেন, কখনও আবার সেদিন দেখা হয়েছিল ছবিটির খোকাবাবু যায় গানের মতোই বিজলির বদলে মশাল থেকে বিড়ি জ্বালাতে দেখা যায় তাঁকে। বাদ দেন না বন্ধু যিশুকে বাইকের পিছনে বসিয়ে গোটা কয়লা খনি দাপিয়ে বেড়াতে। ট্রেন থেকে কয়লা চুরি করতে। ফলে বলাই বাহুল্য এই টিজার থেকে এটুকু বেশ স্পষ্ট যে ছবিতে দেবকে একেবারেই অন্য লুকে, অন্য মেজাজে দেখা যাবে।
এদিন দেব এই ছবির টিজার পোস্ট করে লেখেন, 'এটা ছিল ফুলকি মাত্র, এবার দাবানল লাগল বলে।'
কে কী বলছেন?
খাদান ছবির টিজারে অভিভূত দেব ভক্তরা তো বটেই, দর্শকরাও। এক ব্যক্তি লেখেন, 'দাবানলের আগুনে জ্বলবে পুরো বাংলা,পুরো বাংলা কাঁপিয়ে দিবে।' দ্বিতীয় জন লেখেন, 'আজকে এই জমিন (social media platforms) খাদান হল। কাল সব শ্মশান হয়ে যাবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এটা তো শুধু ট্রেলার, পিকচার এখনও অনেক বাকি আছে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'খাদান ছবিতে আপনার অভিনয় দেখব বলে মুখিয়ে আছে। টিজার সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিল। আগুনের ফুলকি দেখেই বোঝা যায় সেই আগুনের শিখা কতদূর উঠতে পারে! আসছে গুরুদেব রাজপথ দিয়ে, নস্টালজিয়া ফিরিয়ে দিতে।'
আরও পড়ুন: 'দর্শনা বণিক বাঙালি জাতির লজ্জা', সৌরভ-পত্নীর উপর চটে লাল নেটপাড়া, কী কাণ্ড ঘটিয়েছেন নায়িকা?
খাদান ছবিটি প্রসঙ্গে
দেবকে আগামীতে খাদানে দেখা যাবে। খাদান ছবিটি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। সদ্যই ছবির দুটো গান মুক্তি পেয়েছে হায় রে বিয়ে এবং রাজার রাজা। প্রকাশ্যে এসেছে একাধিক চরিত্রদের লুক। ছবিতে অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে মান্ডির চরিত্রে। অন্যদিকে ইধিকা পাল থাকবেন লতিকার চরিত্রে। বরখা এবং স্নেহাকে যথাক্রমে দেখা যাবে যমুনা এবং রেখার চরিত্রে। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।