অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল খাদান। আপাতত দেব থুড়ি তাঁর ছবির জ্বরে কাবু বাংলা। আর ছবি মুক্তি পেতে না পেতেই তারই ঝলক প্রকাশ্যে এল এদিন। সিনেমা হলে সিট ছেড়ে দেবের সঙ্গে নাচে মন দিলেন দর্শকরা। দেখুন কাণ্ড!
আরও পড়ুন: ৩ ইডিয়টসের সিক্যুয়েল আসছে, সঙ্গে মুন্নাভাইয়েরও! জব্বর ইঙ্গিত দিলেন ১২ ফেলের পরিচালক বিধু বিনোদ
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নবীণা সিনেমা হলে খাদান ছবিটির একটি শোয়ে যখন পর্দায় রাজার রাজা গানটি হচ্ছে তখন অধিকাংশ দর্শকরা আর কেউ নিজেদের সিটে নেই। সবাই গিয়ে পর্দার সামনে ভিড় জমিয়ে উত্তাল নাচছেন গানের সুরে। অনুকরণ করছেন দেবের স্টেপ। ব্যালকনিতেও একই ঘটনা চোখে পড়ল। এই ভিডিয়ো পোস্ট করে টলি অনলাইনের তরফে এদিন লেখা হয়, 'বলিউডকে বাংলার জবাব… খাদান।'
কে কী বলছেন?
এক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'জিৎ যদি বাংলার বস হয়, তাহলে দেব নিঃসন্দেহে রাজা।' কেউ আবার লেখেন, 'দেব সত্যিই টলিউডের রাজা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দেব যে ফর্মে ফিরেছে এটাই তার জবাব।' চতুর্থ জন লেখেন, ‘মনে পড়ে গেল সেই কলেজ জীবনের কথা। সেই দেবsর ফ্যানরা সিনেমা রিলিজ করলেই ফার্স্ট ডে-তে এমনটা করত। আমি তার মধ্যেও সিনেমা দেখতে যেতাম। কিছুই শুনতে পেতাম না যদিও সংলাপ, তাও যেতাম। ওই হাততালি, সিটির ধ্বনিতে ফেটে পড়ত হল। আবার ও সেই দিন ফিরে এসেছে। আমি যদিও কাল যাব দেখতে, তবে আজ থেকে এই সেলিব্রেশন দেখে আলাদাই আনন্দ লাগছে। ফাটিয়ে হোক খাদান’
স্টার থিয়েটারের সামনে খাদান নিয়ে উত্তেজনা দর্শকদের
এদিন আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে উত্তর কলকাতার স্টার থিয়েটারের সামনে থিকথিক করছে ভিড়। চারিদিকে দেবের পোস্টার লাগানো। তাতে ঝুলছে গাঁদার মালা। আর হলের ঠিক সামনেই রাজার রাজা গানটি বাজিয়ে নাচছেন এক ব্যক্তি। বাকিরা উৎসাহ দিচ্ছেন।
আরও পড়ুন: বলিউড-দক্ষিণ নয়, টলিউডও পারে, প্রমাণ করলেন দেব! অ্যাকশন থেকে নাচ-গানে ঠাসা খাদান কেমন হল?
ফলে খাদান জ্বরে যে গোটা বাংলা কাবু সেটা প্রকাশ্যে আসতে থাকা এই ভিডিয়োগুলোই প্রমাণ করছেন। সম্প্রতি জানা গিয়েছে, দেব নিজেই জানিয়েছেন খাদান ছবির হলের সংখ্যা আরও বেশ কিছুটা বেড়েছে।
খাদান ছবি প্রসঙ্গে
খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।