ফের কবে বাণিজ্যিক ছবিতে ফিরছেন দেব? গত এক বছর যাবত যখনই এই প্রশ্নের মুখে পড়েছেন নায়ক, একটাই উত্তর দিয়েছেন- ‘খাদানের জন্য অপেক্ষা করুন’। সেই অপেক্ষা সার্থক, ছবির প্রথম গানেই বুঝিয়ে দিলেন সুপারস্টার দেব। ‘খাদান’-এর মাধ্যমে বছরশেষে এক সময়ের চেনা অবতারে ফ্যানেদের সামনে হাজির হচ্ছেন দেব। আরও পডুুন-হৃত্বিকের স্টাইলে! বলিউডি কায়দায় 'খাদান'-এর 'রাজার রাজা' হয়ে দেখা দিলেন দেব, সামনে এল ঝলক…
পুজোয় মুক্তি পেয়েছে দেবের টেক্কা, এখনও বক্স অফিসে রমরমিয়ে চলছে সেই ছবি। তার আগেই খাদানের প্রথম গান রাজার রাজা নিয়ে হাজির হয়েছেন তারকা। রবিবার গানের ঝলক সামনে আসবার পর থেকে উদগ্রীব ছিল দেব ভক্তরা, অবশেষে মঙ্গলবার বেলায় মুক্তি পেল এই গান।
নাচের স্টেপ দিয়ে টলিউডের ‘পাগলু’ তারকা সবার মনে রাজত্ব করেছেন। কিন্তু দীর্ঘদিন ছবির পর্দায় দেবকে এইভাবে নাচতে দেখেনি ফ্যানেরা। এতদিনে তাঁদের আশ মিটলো। রাজার রাজা গানে উৎসবের মেজাজ ধরা পড়েছে। পুরো বলিউড স্টাইলে দেবের এন্ট্রি। হাতে ঘণ্টা আর সুবিশাল প্রদীপ নিয়ে আরতিতে মেতেছেন দেব। সামনে মহাদেবের মূর্তি। চারিদিকে উড়ছে গেরুয়া পতাকা, ফুল। বাজছে ধামসা, মাদল।
মহাদেব যেমন তাণ্ডবে মেতে উঠেন, এখানেও দেব সব ভুলে নাচলেন রাজার রাজার তালে। স্য়াভির সুরে সাজানো এই গানটি গেয়েছেন দেব অরিজিৎ। গানের কথা লিখেছেন ঋতম সেন। এই গান মুক্তির পর থেকেই উত্তেজিত ভক্তরা। একজন লেখেন, ‘এই রংবাজ দেবকেই তো মিস করছিলাম’। আরেকজন লেখেন, ‘আগের মতোই মন জুড়ানো ডান্স দেখে চোখ/মন দুটোই তৃপ্তি পেলো…. বক্স অফিসে প্রলয় আসছে’।
খাদান ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় রিনো দত্ত। বাংলার খনি অঞ্চলের অর্থাৎ খাদানের প্রেক্ষাপটে সাজানো এই ছবি। খাদানে দেবের সঙ্গী যিশু সেনগুপ্ত। প্রসঙ্গত জুলফিকারের পর এই ছবিতে ফের একসঙ্গে যিশু এবং দেবকে দেখা যাবে। সঙ্গে থাকছেন বরখা বিশত, ইধিকা পালও। মোহন দাস (যিশু) আর শ্যাম মাহাতোর (দেব)-এর জীবনের ওঠাপড়ার গল্প উঠে আসবে এই ছবিতে।
সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। ক্রিসমাসে দেবের জন্মদিন। আর জন্মদিনেই ফ্যানেদের সামনে খাদান নিয়ে হাজির হবেন সুপারস্টার। তবে বক্স অফিসের লড়াইটা সহজ হবে না। কারণ মিঠুন-শুভশ্রীর সন্তান, প্রতীম ডি গুপ্তর চালচিত্র এবং মানসী সিনহার ৫ নম্বর স্বপ্নময় লেনও মুক্তি পাচ্ছে বড়দিনে।