দেব বনাম রাজ দ্বৈরথ জমে উঠেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ‘খাদান’। বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছবির প্রচার করে বেড়াচ্ছেন দেব। ২০শে ডিসেম্বর বাংলার বক্স অফিসে কি ভেলকি দেখাতে পারবেন সুপারস্টার দেব? সেই প্রশ্নই সবার মনে। ছবির মুক্তিতে বাকি আর ৪দিন, কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি খাদানের ট্রেলার। আরও পড়ুন-‘সেরাটা দেখাতে আরও সময় চাই', হাতে মাত্র ৫ দিন, এখনও অধরা দেবের খাদানের ট্রেলার, কেন?
রবিবার ট্রেলার মুক্তির কথা থাকলেও টেকনিক্যাল কারণে পিছোয় ট্রেলার মুক্তি। কবে সামনে আসবে খাদানের ট্রেলার, সোমবার বেলায় নিজেই জবাব দিলেন দেব। এক্স হ্যান্ডেলে অভিনেতা জানান, আগামী বুধবার অর্থাৎ ১৮ই ডিসেম্বর সকল ৯টায় মুক্তি পাবে খাদানের বহু প্রতীক্ষিত ট্রেলার। দেবের এই ঘোষণায় খানিক স্বস্তিতে ভক্তরা, একই সঙ্গে দুশ্চিন্তায়। কারণ ছবি মুক্তির মাত্র ২ দিন আগে ট্রেলার আসলে বড্ড দেরি হয়ে যাবে না তো? শঙ্কা অনেকের মনেই।
এক দেব ভক্ত লেখেন, ‘এত দেরিতে আনছ? ২ দিনের মধ্যে রিচ পাবে তো ১ মিলিয়ন? কারণ এটা তো শুধু কলকাতার দর্শকদের জন্য নয়, গোটা বাংলার দর্শকদের জন্য’। অপর একজন লেখেন, ‘ছবি রিলিজের মাত্র ২ দিন আগে ট্রেলার! বড্ড দেরি হয়ে গেল দাদা’।
রবিবার দেব 'ট্রেলার দেরিতে আসার কারণ জানিয়ে লেখেন, 'আমি জানি সকলে উত্তেজিত খাদানের ট্রেলার দেখার জন্য, আমারও। কিন্তু টেকিনিক্যাল সমস্যার জেরে আমাদের আরেকটু সময় দরকার। যাতে আপনাদের সামনে নিজেদের সেরাটা তুলে ধরতে পারি। ততক্ষণ পর্যন্ত এই মোমেন্টামটা জারি থাকুক’।
খাদান-এর প্রমোশনে কোনও খামতি রাখেননি দেব। প্রতিপক্ষের চেয়ে এই মামলায় দশ পা এগিয়ে তিনি। গোটা টিমকে নিয়ে চষে বেড়াচ্ছেন বাংলার এ প্রান্ত থেকে ওপ্রান্ত। ফ্যানেদের সঙ্গে জনসংযোগ করছেন পুরোদমে।
আরও পড়ুন-‘যারা অকারণে খাদানকে স্লেজিং করছেন’, দেবের পাশে দাঁড়ালেন সৃজিত! পোস্ট ধূমকেতু প্রযোজক রাণা সরকারেরও
বাংলার খাদান (কয়লা খনি) অঞ্চলে মোহন দাস (যিশু) আর শ্যাম মাহাতোর (দেব)-বন্ধুত্বের জয়গান এই ছবি। যিশুর ‘দোস্ত’-এর পুত্রকেও হুবহু দেবের মতোই দেখতে। অর্থাৎ ছবিতে একইসঙ্গে বাবা-ছেলের ভূমিকায় থাকছেন দেব। পরিচালক সুজিত রিনো দত্তর এই ছবিতে দেবের দুই নায়িকা বরখা বিস্ত এবং ইধিকা পাল।
প্রসঙ্গত জুলফিকারের পর এই ছবিতে ফের একসঙ্গে যিশু এবং দেবকে দেখা যাবে। মোহন দাস কি সত্যি শ্যামের বন্ধু? নাকি এর পিছনেও রয়েছে কোনও রহস্য? দেব শুধু খাদানের লিড তারকাই নন, সহ-প্রযোজকও বটে। দেবের প্রযোজনা সংস্থা এবং সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে এই অ্যাকশন প্যাকড ছবি। ছবিতে থাকছেন অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য, স্নেহা দাসরাও।
২০শে ডিসেম্বর একসঙ্গে চার-চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে বক্স অফিসে। যার মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে বড় বাজেটের ছবি খাদান। তবে এর পাশাপাশি রয়েছে মিঠুন-ঋত্বিক-শুভশ্রী ত্রয়ীর ‘সন্তান’, প্রতীম ডি গুপ্তার ‘চালচিত্র’ এবং মানসী সিনহা পরিচালিত ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।