প্রতীক্ষা ছিলই, অবশেষে সামনে এল ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজার। নীরজ পাণ্ডের এই ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবারের জন্য একসঙ্গে পর্দায় আসছেন টলিপাড়ার দুই প্রজন্মের দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। তাও আবার হিন্দি ওয়েব সিরিজের হাত ধরে। তাই ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ নিয়ে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। এবার সামনে এল সিরিজের কিছু ঝলক। আর ব্যাকগ্রাউন্ড থেকে কৈলাস খের গাইলেন, ‘এক অউর রং ভি দেখিয়ে এই বাঙ্গাল কা…’।
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজারে রাজনীতিবিদের ভূমিকায় ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর ডাকাবুকো পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলল জিতের। পুলিশের পোশাকে, পুলিশের ভূমিকায় দেখা গেল পরমব্রতচট্টোপাধ্যায়কেও। আর সাদা পাঞ্জাবিতে দেখা দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, তাঁর ঠোঁটের কোণে লেগেছিল বক্র হাসি।
কী আছে টিজারে?
টিজারের শুরুতেই ধরা পড়েছে হাওড়া ব্রিজ ও উপর থেকে তোলা কলকাতা শহরের এক টুকরো ঝলক। দেখা গেল কার্তুজ, বন্দুক সহ নানান অস্ত্র তৈরির ঝলক। ধরা পড়ল একের পর খুনের ঝলক, রক্ত ঝরল। আর এরপরই পুলিশের বেশে ধরা দিলেন জিৎ। রাজনীতিবিদ সেজে মঞ্চে উঠে হাত নাড়ালেন প্রসেনজিৎ। বাংলার এই দুই 'জিৎ'-এর পর বিভিন্ন ভূমিকায় দেখা মিলল চিত্রঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান, শাশ্বত ও পরমব্রত চট্টোপাধ্যায়ের। এখানেই শেষ নয়। এই সিরিজের আরও এক চমক মিঠুন পুত্র মিমো চক্রবর্তী। রয়েছে আকাঙ্খা সিং, পূজা চোপড়া, একে একে নিজ নিজ চরিত্রে দেখা গেল তাঁদেরও। গল্পের কিছু ঝলকে উঠে এল মারপিট, গোলাগুলি আর পুলিশের দাপাদাপি। জিৎ বললেন, ‘যব তক কুছ বদলেঙ্গে নেহি, কুছ বদলেগা নেহি।’ তারপর ফের চলল গুলি, হল বিস্ফোরণ, আবার এক ঝলকে দেখা মিলল বামেদের ব্রিগেড সমাবেশ এবং রাজনীতিবিদদের কার্যকলাপ। আর গোটা টিজারে ব্যাকগ্রাউন্ডে বেজে চলল, কৈলাস খেরের, ‘এক অউর রং ভি দেখিয়ে এই বাঙ্গাল কা…’ গানটি।
জানা যাচ্ছে নীরজ পাণ্ডে নিবেদিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দেবব্রত মণ্ডল ও তুষারকান্তি রায়। টিজারেই স্পষ্ট কলকাতার রাজনীতি, আর গ্যাংস্টার রাজত্বের কথা উঠে আসবে এই ওয়েব সিরিজে। আর বাকি গল্প সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পেলেই জানা যাবে।