‘খতরো কে খিলাড়ি’-র ১২ নম্বর সিজন শুরু হল বলে! রোহিত শেট্টির অ্যাকশন রিয়েলিটি শো নিয়ে বরাবরই উন্মাদনার পারদ থাকে চড়ে। তবে সবচেয়ে বেশি উৎসাহ থাকে কারা কারা চলতি সিজনের প্রতিযোগী হতে চলেছেন তা নিয়ে! ‘বিগ বস ১৪’-র বিজেতা রুবিনা দিলায়েকের নাম সবার আগে উঠে এসেছে ‘খতরো কে খালাড়ি ১২’র জন্য। আগের সিজনে রুবিনার স্বামী অভিনব শুক্লা পৌঁছেছিলেন ফাইনালে। তাই রুবিনার উপর একটা বাড়তি চাপ তো থাকবেই।
রুবিনা ছাড়াও আরও কিছু নাম রইল আপনাদের জন্য…
মুনাওয়ার ফারুকি রিয়েলিটি শো ‘লক আপ’ থেকে সোজা যোগ দেবেন ‘খতরো কে খিলাড়ি ১২’-তে। ৭ মে হওয়ার কথা ফাইনাল। সোশ্যাল মিডিয়া স্টার মিস্টার ফায়জুও ভাগ নিচ্ছেন ‘খতরো কে খিলাড়ি’-তে। অলট বালাজি-র ‘ব্যাং ব্যাং’ দিয়ে অভিনয়ে ডেবিউ করেন ফায়জু!
‘বিগ বস ১৫’-র ফাইনালিস্ট প্রতীক সেহজপালও থাকছেন খতরো কে খিলাড়ির এবারের সিজনে। বিগ বস ওটিটি-তে যোগ দেওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন প্রতীক। অনুরাগীর সংখ্যাও কিছু কম নয়। প্রতীকের সহ-প্রতিযোগী রাজীব আদাতিয়াও রয়েছেন প্রতিযোগী তালিকায়।
বরাবরের মতো এবারেও টেলি-তারকারা থাকছেন রোহিত শেট্টির শো-তে। থাকছেন ‘কুমকুম ভাগ্য’খ্যাত স্মৃতি ঝা, ‘ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়’-এর শিবাঙ্গী জোশি, ‘কুছ রঙ্গ পেয়ার কে অ্যায়সে ভি’-র এরিকা ফার্নান্ডেজ, ডান্স দিওয়ানের বিচারক তুষার কালিয়া।
খবর অনুসারে এবারেও প্রতিযোগীরা উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকায়। জুলাইতে ডান্স দিওয়ানে জুনিয়ার শেষ হলেই শুরু হবে ‘খতরো কে খিলাড়ি’র সম্প্রচার।