স্টান্ট ভিত্তিক রিয়েলিটি শো ‘খতরোকে খিলাড়ি ১২’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত কয়েক মাস ধরে, রোহিত শেট্টির শো দর্শকদের প্রচুর বিনোদন দিয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সিজন ১২-এর শ্যুটিং হয়েছে। ‘খতরোকে খিলাড়ি ১২’-এর ফাইনাল পর্ব আগামী সপ্তাহে টেলিকাস্ট হবে।
1/5টেলিভিশনের তাবড় তাবড় তারকারা এবার ‘খতরোকে খিলাড়ি ১২’-এর অংশ। তাদের মধ্যে রয়েছেন রুবিনা দিলাইক, কনিকা মান, ফয়সাল শেখ, তুষার কালিয়া, প্রতীক সহজপাল, রাজীব আদাতিয়া, নিশান্ত ভাট, জান্নাত জুবায়ের এবং মোহিত মালিক প্রমুখ। এর মধ্যে ৪ জন প্রতিযোগী ফাইনালে উঠেছেন। কারা কারা দেখে নিন-
2/5তুষার কালিয়া- শক্তিশালী প্রতিযোগী তুষার কালিয়া প্রথম ফাইনালিস্ট। ফাইনালের টিকিট জিতে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি।
3/5রুবিনা দিলাইক- বস লেডি রুবিনা দিলাইক দুই প্রতিযোগীকে ছাড়িয়ে সেরা ৪ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন।
4/5ফয়জল শেখ- সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল শেখ ওরফে মিস্টার ফয়জু তাঁর খেলা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। ফয়সাল মাঝপথে আউট হন। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনেন নির্মাতারা। মোহিত মালিককে হারিয়ে শীর্ষ ৪-এ উঠে এসেছেন ফয়জল।
5/5জান্নাত জুবায়ের- টিভি অভিনেত্রী জান্নাত জুবায়ের সব ধরনের স্টান্ট খুব ভালো করেছেন। জান্নাত রাজীব আদাতিয়াকে হারিয়ে সেরা চারজনের মধ্যে জায়গা করে নিয়েছে। রাজীব সারা সিজনে মজা করে কাজ করলেও বেশিরভাগ স্টান্ট শেষ করতে পারেননি।