রোহিত শেট্টি সঞ্চালনায় আরও একবার আসতে চলেছে ‘খতরোঁ কে খিলাড়ি’। এবার ১৪তম মরসুম। এবার সামনে এল এই শোয়ের প্রোমো। যা দেখলে অনেকেরই পিলে চমকে উঠবে। রোমের মনোরম পরিবেশে হয়েছে এর শ্যুটিং। তবে প্রোমোতে রোমের সেই মনোরম দৃশ্যের থেকে অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর মারাত্মক স্টান্টই বেশি নজর কেড়েছে।
শো শুরুর আগে ২৮ শে জুন, চ্যানেল কর্তৃপক্ষ ‘খতরোঁ কে খিলাড়ি-১৪’র প্রোমো শেয়ার করা হয়েছে। ৩৮ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপটি শুরু হয় সঞ্চালক রোহিত শেট্টির ভয়েসওভারের মাধ্যমে। রোহিতকে বলতে শোনা গেল, প্রতিযোগীরা ইউরোপে পৌঁছতেই ছুটির মেজাজে চলে গেল। তাঁরা কেনাকাটা, বেড়ানো, স্পা এসবে ব্যস্ত হয়ে পড়ল। তবে এবার মোড় বদলাবে, মহল বদলে যাবে। আ মারাত্মক স্টান্ট দিয়ে অবাক করে দিয়ের এরপরই মারাত্মক স্টান্টে চমকে দিলেন রোহিত শেট্টি। অনুরাগীরা তাঁর অ্যাকশন দেখে উত্তেজিত হবেন, তা বলাই বাহুল্য।
আফ্রিকার পর রোম
গত ত মরসুমে দক্ষিণ আফ্রিকায় এই শোয়ের শ্যুটিং হয়েছে। আর এবার এটা হচ্ছে রোম-এ । দর্শকরা স্টান্ট এবং চ্যালেঞ্জগুলির সঙ্গে নতুন পটভূমি, প্রকৃতি সবই দেখতে পাবে। দর্শক এখানে সবুজের সমারোহও দেখবেন, আবার জলাভূমিও দেখবেন।
‘খতরোঁ কে খিলাড়ি’র প্রতিযোগী
‘খতরোঁ কে খিলাড়ি’তে এবারে অংশ নিচ্ছেন গাশমির মহাজনী, নিয়তি ফতনানি, অসীম রিয়াজ, অভিষেক কুমার, শালিন ভানোট, সুমনা চক্রবর্তী, শিল্পা শিন্ডে এবং কৃষ্ণা শ্রফের মতো নাম। তাঁরা কে কীভাবে স্টান্ট করবেন, এখন সেটাই দেখার। এদিকে শোয়ের ফার্স্ট লুক প্রোমোয় হেলিকপ্টর থেকে স্টান্ট করতে দেখা গিয়েছে রোহিত শেট্টিকে। এঅভিষেক কুমারকে ঘন জঙ্গলের মাঝে হেলিকপ্টর থেকে ঝুলে দড়ি দিয়ে উঠতে দেখা যায়।
শোয়ের একটা প্রোমোয় এক বন্য ভাল্লুক সঙ্গে বাজি ধরতে দেখা যায় অভিনেতা গশমীর মহাজনীকে। ভাল্লুকের সঙ্গে ঝুকি নিয়ে দড়ি টানাটানি করতে দেখা যায় তাঁকে।
এই শোয়ের জন্য শিল্পা শিণ্ডে, কৃষ্ণ শ্রফ, সুমনা চক্রবর্তী, শালিন ভানোট সহ অন্যান্য প্রতিযোগীরা আর কী কী স্টান্ট করেন এখন সেটাই দেখার।