'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা….'। দাদা-বোনের কাছে ‘ভাইফোঁটা’র উৎসব খুব স্পেশ্যাল। দাদাদের কপালে এদিন ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল কামনা করে বোনেরা। পালটা আর্শীবাদ আর উপহারে ভরিয়ে দেন দাদারাও। কিন্তু বউ ফোঁটা দিচ্ছে বরের কপালে এমনটা দেখেছেন? ‘আলতা ফড়িং’-এর অর্ণব আর খেয়ালির সুবাদে সেই দৃশ্যই দেখল দর্শক।
আসলে পর্দায় স্বামী-স্ত্রী হলেও বাস্তবে ভাই-বোনের সম্পর্কে অর্ণব আর খেয়ালির। তাই নিয়ম মেনেই নিজের ব্যাঙ্কবাবুকে ভাইফোঁটা দিলেন খেয়ালি। যা দেখে হাসি থামছে নেটপাড়ার। কারণ সচরাচার এমন দৃশ্য সিরিয়ালের সেটে দেখা যায় না। অনেকেই মজা কর বলছেন, ‘ফড়িং-এর ব্যাঙ্ক বাবু তো এবার ব্যাঙ্ক দাদা হয়ে গেল’।
অন্যদিকে ‘আলতা ফড়িং’এর গল্পে আপতত এসেছে নতুন মোড়। সিরিয়াল থেকে দিন কয়েকের বিরতি নিয়েছিলেন অর্ণব। আপতত ফিরে এসেছেন তিনি, তবে আচমকাই বদলে গিয়েছে অর্ণবের চরিত্রের চলনবলন। এখন নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে অভ্রকে। যদিও ফ্যানেদের আশঙ্কা এটা আসল অভ্র নয়, অন্য কেউ। পাশাপাশি অভিষেক বসুর আগমনে অন্যমাত্রা পেয়েছে ‘আলতা ফড়িং’।
গত কয়েকদিন ধরেই নিজের ব্যক্তিগত জীবনের জেরে চর্চায় অর্ণব। চলতি বছর জানুয়ারিতেই আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা। পাত্রীও টেলিপাড়ার পরিচিত মুখ ইপ্সিতা মুখোপাধ্যায়। তবে দু-জনে আর একসঙ্গে নেই! এই দূরত্ব সাময়কি নাকি চিরকালের জন্য তা আপতত স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের ছবি, এমনকি ইপ্সিতার সঙ্গে কাটানো রোম্যান্টিক মুহূর্তের ছবিগুলো মুছে দিয়েছেন অর্ণব। আলো ছায়া ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন অর্ণব-ইপ্সিতা। অর্ণবের বৌদির চরিত্রে দেখা গিয়েছিল ‘প্রসেনজিত ওয়েডস ঋতুপর্ণা’ ছবির নায়িকাকে।