বলিউডে ‘খিলড়ি’ কুমার নামেই পরিচিত অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি তাঁর অন্যতম চর্চিত ছবি 'খিলাড়িও কা খিলাড়ি' ২৫ বছর পূর্ণ করল। ছবির সিলভার জুবলিতে টুইটারে একটি অজানা তথ্য ফাঁস করেন অক্ষয়।
টুইটারে একটি মিম শেয়ার করে অভিনেতা। সেখানে আন্ডারটেকারকে হারিয়েছে তিনি। কেরিয়ারে রেস্টলিংয়ের সেরা খেলোয়াড়ে হারানো সম্পর্কে লিখেছেন অভিনেতা। 'খিলাড়িও কা খিলাড়ি' অক্ষয়ের চরিত্র আন্ডারটেকারের সঙ্গে লড়াই করেছিল।
যদিও অক্ষয় জানিয়েছেন, 'একটা দারুণ কথা জানাই, খিলাড়িও কা খিলাড়ি ২৫ বছর পূর্ণ করল। যদিও মজার একটি তথ্য, ছবিতে আন্ডারটেকারের ভূমিকায় অভিনয় করেছিলেন রেস্টলার ব্রায়ান লি।'
প্রসঙ্গত, আন্ডারটেকার লাইসেন্সপ্রাপ্ত চরিত্র। ১৯৯১ সাল থেকে বিভিন্ন ছবিতে তাঁর চরিত্র ব্যবহার হয়ে আসছে। ব্রায়ানও একজন কুস্তিগীর ছিলেন তবে ১৯৯৪ সালে কয়েকটি ম্যাচে আন্ডারটেকারের হয়ে ম্যাচ খেলেছেন। মার্কের আসল আন্ডারটেকার ফিরে এলে, তিনি নিজের পরিচয় দাবি করেন। ম্যাচে ব্রায়ানকে হারিয়ে দিয়ে নিজের পরিচয় সকলের সামনে তুলে ধরেছিলেন তিনি।
'খিলাড়িও কা খিলাড়ি' ছবিতে অক্ষয়ের পাশাপাশি অভিনয় করেছিলেন রবিনা টন্ডন ও রেখা। মুক্তির পরই সুপারহিট হয় ছবি। উমেশ মেহরা পরিচালিত এই ছবি খিলাড়ি সিরিজের চতুর্থ ছবি।