অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগ দিতে এসেছিলেন কার্দাশিয়ান সিস্টার্স। প্রথম থেকেই সকলের নজর ছিল তাঁদের দিকে। কিন্তু তাঁরা এসে যে কাণ্ড ঘটাচ্ছেন সেটা দেখে তাজ্জব সবাই। একটার পর একটা গণ্ডগোল করেই গিয়েছেন তাঁরা।
কী করলেন কিম কার্দাশিয়ান?
কিম কার্দাশিয়ান আম্বানিদের বিয়েতে এসে গণেশের একটি মূর্তির মাথার উপর হাত রেখে ছবি তুলে সেটা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ব্যাস। ওমনি তোপের মুখে পড়েন নেটিজেনদের। কেউ তাঁকে 'ক্লাসহীন' বলে তকমা দেন। কেউ আবার বলেন, 'কীভাবে অসম্মান করল আমাদের ঈশ্বরকে। একেবারেই খারাপ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আম্বানিদের বিয়ের সব ভালো ছিল খালি এই কার্দাশিয়ান বোনদের যে কেন ডাকল!' কটাক্ষের মুখে পড়ে সেই ছবি ডিলিট করে দেন কিম।
কী করেছেন ক্লোয়ি?
ক্লোয়ি কার্দাশিয়ান কিছুদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করে মণীশ মালহোত্রাকে স্থানীয় ডিজাইনার বলে আখ্যা দেন। তাতেই বেজায় চটে যায় নেটপাড়া। তোপের মুখে পড়ে নিজের ভুল শুধরে নিলেন তিনি।
প্রসঙ্গত অনন্ত রাধিকার রিসেপশন ছিল গত ১৪ জুলাই, রবিবার। সেই অনুষ্ঠানেই এই দুই কার্দাশিয়ান সিস্টার্স মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি এবং লেহেঙ্গা পরেছিলেন।
আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে এসে 'গো-মাতা'র সেবা শ্রেয়ার! আদর করে নিজের হাতে খাইয়ে দিলেন ২ বাছুরকে
আরও পড়ুন: 'ভালো বা খারাপ হয়, কিন্তু...' আবারও কি নবনীতার কাছে ফিরবেন কখনও জিতু? কী জানালেন?
অনন্ত রাধিকার বিয়ে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই বিয়ে করলেন। গত শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলল বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হয় ১৪ জুলাই। এর আগে তাঁদের দুটো প্রিওয়েডিং আয়োজিত হয়েছে। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে এক সপ্তাহ ধরে। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সমস্ত অনুষ্ঠানের ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। বিয়ের আগে সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো সবই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক গায়ক যেমন অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে পারফর্ম করছেন অনন্ত রাধিকার বিয়েতে। এছাড়া বেশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও ছিলেন। শ্রেয়া ঘোষাল প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করেছেন। এছাড়া ছিলেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ।