বাংলা নিউজ > বায়োস্কোপ > একরত্তি মেয়ের ছবি শেয়ার করলেন 'গুনগুন'এর বর সৌজন্য, দেখুন মৈথিলির ছবি প্রথমবার

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’। ধারাবাহিকের মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কৌশিক রায়। টেলি দর্শকদের কাছে খুব জনপ্রিয় তিনি। এর আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন কৌশিক। তবে ‘খড়কুটো’তে তৃণা সাহার সঙ্গে তাঁর জুটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে।

সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় অভিনেতা কৌশিক রায়। ব্যক্তিগত জীবনকে খানিকটা ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি। তবে গত ২২ ডিসেম্বর ছিল অভিনেতার একমাত্র মেয়ে মৈথিলির জন্মদিন। মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি আদুরে পোস্ট করেছেন অভিনেতা। অনুরাগীদের অনেকেরই অজানা, অভিনেতা কৌশিক রায় বিবাহিত। 

একমাত্র আদুরে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘জন্মদিন বলে কথা’। মেয়ের সঙ্গে অদেখা ছবি শেয়ার করেছেন পাপা কৌশিক। নেটমাধ্যমে মেয়ের সঙ্গে অভিনেতা ছবি শেয়ার করতেই, তা হু হু করে ভাইরাল হয়ে যায়। খুদে মৈথিলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কৌশিক-অনুরাগীরাও। 

 

 

বন্ধ করুন