টেলিভিশনের পর্দায় গুনগুন ম্যাজিক অব্যাহত। বকাঝকা খেয়েও সব মুশকিল আসান করার এক অদ্ভূত জাদুমন্ত্র জানে গুনগুন, আর সেই জাদুবলেই চুম্বকের মতো দর্শক টেনে ধরে রাখছে ‘খড়কুটো’। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় বাংলা ধারাবাহিকগুলির মধ্যে সেরা স্টার জলসার ‘খড়কুটো’। এই নিয়ে পরপর পাঁচবার ‘বেঙ্গল টপার’, ‘স্লট লিডার’ হল সৌগুন।
আজ (বৃহস্পতিবার) রেটিং চার্ট সামনে আসতেই বাঁধা ভাঙা খুশিতে ভাসছে গোটা খড়কুটো টিম। অন্যদিকে সদ্যই ২০০ এপিসোড পূর্ণ করেছে এই ধারাবাহিক। সব মিলিয়ে ডবল ধামাকা। এই সপ্তাহে খড়কুটো দখলে ৯.৯ পয়েন্ট। ৯.৫ পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এল মিঠাই। জি বাংলার এই সিরিয়ালের গ্রাফ কিন্তু উর্ধমুখী। ৮.৯ পেয়ে তৃতীয় স্থান দখল করল নিখিল-শ্যামার ‘কৃষ্ণকলি’। অর্থাত্ তৃণার চেয়ে দু-ধাপ পরে তাঁর রিয়েল লাইফ পার্টনার নীলের ধারাবাহিক। আজই আবার দুজনের বিয়ের এক মাস পূর্তি। গত সপ্তাহের পর এই সপ্তাহেও চার নম্বর জায়গা ধরে রাখল ‘করুণাময়ী রাণী রাসমণি’। ৮.৪ পেয়ে পঞ্চম স্থানে থাকল ‘শ্রীময়ী।
দেখে নিন টিআরপি তালিকা-