বাংলা নিউজ > বায়োস্কোপ > দার্জিলিংয়ে ‘গুনগুন’ তৃণা! তবে নীল নয়, রোম্যান্স করছেন অনস্ক্রিন বর বাবিনের সাথে

দার্জিলিংয়ে ‘গুনগুন’ তৃণা! তবে নীল নয়, রোম্যান্স করছেন অনস্ক্রিন বর বাবিনের সাথে

দার্জিলিংয়ে গুনগুন আর বাবিন।

‘খড়কুটো’ টিম গেল দার্জিলিংয়ে। আউটডোর শ্যুটের ফাঁকে ছবি সোশ্যাল মিডিয়ায়। চলছে জমিয়ে মস্তি।

গুনগুন আর বাবিনের ভুল বোঝাবুঝি শেষে তাঁদের ঘুরতে যাওয়ার প্যাকিং ইতিমধ্যেই দেখে ফেলেছে দর্শক! তবে, কোথায় তাঁরা ঘুরতে যাচ্ছে সকলে মিলে সে খবর অজানা অনেকেরই। বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন টিম খড়কুটো। সেখান থেকে ছবি-ভিডিও সেশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৌশিক-তৃণা দু'জনেই!

তিন্নির কারণে খড়কুটো-র গল্পে এসেছিল বড় পরিবর্তন। ভাঙতে বসেছিল বাবিনের সাথে গুনগুনের বিয়ে। এমনকী, বাড়ির লোক ভুল বোঝায় মনের কষ্টে ঘর ছেড়েছিল বাবিন, অসুস্থ হয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। যদিও আপাতত সব ঠিক। বাবিনের ওপর রাগ কমেছে বাড়ির সকলের। আবার পুরনো ফর্মে ফিরেছে মুখার্জি পরিবার! আর ছুটি কাটাতে পৌঁছে গিয়েছে দার্জিলিংয়ে।

রিল লাইফের বাবিন অর্থাৎ কৌশিকের সাথে পরদার বাইরেও বেশ ভালো সম্পর্ক গুনগুনের। শ্যুটের ফাঁকে একসাথে এর আগেও ছবি শেয়ার করেছেন। কিছুদিন আগে বেশ ধুমধাম করে কৌশিকের জন্মদিনও পালন করা হয়েছিল সেটে। এবার অনস্ক্রিন বর আর পটকা অর্থাৎ অম্বরীশের সাথে ছবি দিলেন দার্জিলিং থেকে। 

ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন গুনগুনের অনস্ক্রিন জা মিষ্টিও, যার ব্যাকগ্রাউন্ডে দার্জিলিংয়ের পাহার, শহর, রাস্তাঘাট। অর্থাৎ একথা স্পষ্ট যে, গোটা টিম এখন দার্জিলিংয়ে। হাসি-মজার পাশাপাশি হিমালয়ের এই শৈল শহরে মানসভ্রমণ করারও সুযোগ মিলবে দর্শকদের। আর সাথে গুনগুন-বাবিনের রোম্যান্স তো রইলই!

বন্ধ করুন