খুশি কাপুর এবং জুনায়েদ খান, তাঁদের রম-কম 'লাভিয়াপা'-র মুক্তির অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই দুই স্টার কিড চর্চায়। আর যেরকমটা হয়ে থাকে বর্তমানে, নিজেদের ছোটবড় নানা কাজের জন্য ক্রমাগত সমালোচিতও হয়ে চলেছেন তাঁরা।
অদ্বৈত চন্দনের পরিচালনায় 'লাভিয়াপা' ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আমির খানের ছেলে জুনায়ে খান ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশিকে। এটি ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। লাভিয়াপা ছবি AI-এর ক্রমবর্ধমান ব্যবহার, ব্যক্তিজীবনে কীভাবে তা ছাপ ফেলতে পারে এবং অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের খারাপ দিককে ফোকাস করেছে।
খুশি কাপুর ও জুনায়েদ খান
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে খুশি বলেন, ‘আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার বেড়ে যাওয়ায় ইন্টারনেটে আপলোড করার সময় সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘আমি মনে করি এআইয়ের কারণে ইন্টারনেটে বেশ ভয়ের জিনিস হয়ে দাঁড়াচ্ছে। আর এইসমস্ত বিষয় থেকে যে কোনো মানুষকে নিজেকেই রক্ষা করতে হবে। খুব ভয়ঙ্কর ব্যাপারএকটা। আসলে মানুষকে বিশ্বাস করতে হবে অন্য মানুষকে। সঙ্গে আমরা ইন্টারনেটে কোন ধরনের বিষয় দেব, কীভাবে ইন্টারনেট ব্যবহার করব, তা নিয়ে সচেতনাতা থাকাও ভীষণ প্রয়োজন।’
‘আমি বিশ্বাস করি বাস্তব জীবনে যোগাযোগ রাখাটা বেশি গুরুত্বপূর্ণ এই এআইয়ের সময়তে এসে। আপার পরিবার, বন্ধু, পার্টনারের সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে।’, বলতে শোনা যায় জুনায়েদকে।
খুশি আরও বলেন, ‘আমি মনে করি লোকেরা মাত্র ১০ সেকেন্ডের ইনস্টাগ্রাম রিল দেখার পরে, একদন ব্যক্তি সম্পর্কে একটি ধারণা তৈরি করে নেয়। ১০ সেকেন্ডের ক্লিপ দেখে কী করে বুঝবেন মানুষটিকে? এমনকি তাঁরা ব্যক্তিগত জীবনে কেমন, সে সম্পর্কেও তো আপনার কোনো ধারণা নেই। আমি মনে করি আপনার খুব সচেতন হওয়া উচিত এবং সাধারণভাবে ইন্টারনেটে দেখে কোনো লোককে বিচার করা উচিত নয়।’
'লাভিয়াপা' প্রসঙ্গে
ইতিমধ্যেই লাভিয়াপা-র তারকা খচিত একটি স্ক্রিনিং হয়ে গিয়েছে বুধবার মুম্বইতে। সেখানে উপস্থিত ছিলেন সুপারস্টার শাহরুখ খান, সলমন খান।
পাপারাৎজিদের তোলা ভিজ্যুয়ালে আমিরকে হাসিমুখে শাহরুখকে স্বাগত জানাতে দেখা যায়। দুই খান এরপর একটি উষ্ণ আলিঙ্গন ভাগ করে নেন এবং একে অপরের সঙ্গ কোলাকুলি করেন। আমিরের দুই সন্তান জুনায়েদ ও ইরাকেও জড়িয়ে ধরেন শাহরুখ।
ক্যাজুয়াল পোশাকে স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। টর্নড জিন্স এবং কালো চশমার সঙ্গে নীল শার্টে আসেন। শাহরুখের আগে জুনেইদকে চিয়ারআপ করতে স্ক্রিনিংয়ে এসেছিলেন সলমন খান।
'লাভিয়াপা' দিয়েই বড় পর্দায় অভিনয়ে হাতেখড়ি হচ্ছে আমির-পুত্রের।