শুভ জন্মদিন, খুশি কাপুর । ২৩ বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী। আর সেলিব্রেশন? না, কোনও আহামরি পার্টি নয়। একটি মজাদার পায়জামা পার্টি করেই জন্মদিনের আনন্দ সারলেন অভিনেত্রী। খুশি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই পার্টির কিছু ছবি শেয়ার করেছেন। প্রথম স্ন্যাপে, খুশি তাঁর এক বন্ধুর পোস্ট করা একটি ছবি রিশেয়ার করেছেন। একটি স্ট্রাইপড, সিল্ক-সাদা পায়জামা সেটে তাঁকে দেখাচ্ছে মোহময়ী। বাদ পড়েনি তাঁর প্রিয় পোষ্যও সেও আছেন ফ্রেমে। ছবিটি মূলত শেয়ার করেছেন মলয় নাগপাল। পোস্টের সঙ্গে নোটে লেখা ছিল, ‘বেস্টি বার্থডে গার্ল ইলি।’ তিনি ক্যাপশনে লাল হার্টও দিয়েছেন।
পরবর্তী পোস্টে, খুশি কাপুরকে অঞ্জিনী ধাওয়ানের সঙ্গে একটি সুন্দর পোজ দিতে দেখা গিয়েছে। একে অপরকে উষ্ণ আলিঙ্গন করছেন তাঁরা এমন একটি ছবিও ছিল সেখানে।
আরও পড়ুন: (কার্তিকের সামনেই ভক্তদের সজোরে ধাক্কা বডিগার্ডের, কী করলেন ‘রুহবাবা’? রইল ভিডিয়ো)
আরও পড়ুন: (ডায়েট ভুলে আইসক্রিম, সাবার জন্মদিনে দেখুন হৃতিকের অদেখা ছবি)
এখানেই শেষ নয়। খুশি কাপুরের জন্মদিনের পার্টির সাজসজ্জার আভাসও মিলেছে। ‘পাজামা পার্টি’ লেখা বেলুন থেকে শুরু করে ফুলের সাজসজ্জা, সবকিছুই ছিল নিখুঁত। সঙ্গে ছিল টেবিলে সাজানো সুন্দর ক্যানভাসও।
খুশি কাপুর নিজেও ইনস্টাগ্রামে তাঁর জন্মদিনের উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যার মধ্যে রয়েছে তাঁর পরিবারের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চ্যাপ্টার ২৪। সবচেয়ে আদর্শ সারপ্রাইজ সেলিব্রেশন সহ আমার প্রিয় মানুষেরা।’
বেশ কয়েকদিন আগে, খুশি কাপুর সমুদ্রে ছুটি কাটাতে গিয়েছিলেন। তাঁর ভ্রমণ সঙ্গী ছিলেন তাঁর দিদি, অভিনেত্রী জাহ্নবী কাপুর । তিনি ইনস্টাগ্রামে সেই ট্রিপের ছবি পোস্ট করেন। সানকিসড সেলফি তোলা থেকে শুরু করে ফিরোজা জলে ডলফিনদের খেলা দেখা সবই করেছেন। কিংবা ডায়েট ভুলে মন দিয়ে চকোলেট ডেজার্ট খাওয়া, খুশি কাটিয়েছেন তাঁর জীবনের অন্যতম খুশির সময়।
আরও পড়ুন: (‘খাওয়ার জন্যই বাঁচি...’ ৪৪-এও টোনড বডির রহস্য কী নিজেই ফাঁস করলেন ঋদ্ধিমা)
নেটফ্লিক্স ফিল্ম দ্য আর্চিস দিয়ে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন খুশি কাপুর । জোয়া আখতার পরিচালিত, মিউজিক্যাল কমেডিটি জনপ্রিয় আর্চি কমিকস অবলম্বনে ছিল। শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং জিগরা খ্যাত বেদাং রায়নাও এই প্রকল্পের একটি অংশ ছিলেন।
কাজের ফ্রন্টে, খুশি কাপুরকে এরপর জুনায়েদ খানের সাথে একটি আসন্ন রোমান্টিক ড্রামাতে দেখা যাবে। অদ্বৈত চন্দন পরিচালিত, শিরোনামহীন এই চলচ্চিত্রটি ৭ ফেব্রুয়ারি, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত রয়েছে।