প্রথম দিন থেকেই প্রিয় বন্ধুর জন্মদিনে উপস্থিত ছিলেন খুশি কাপুর। প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে ককটেল পার্টি, সর্বত্র উপস্থিত থাকতে দেখা গেছে খুশিকে। এবার বন্ধুর সেই শুভ দিনে একেবারে অন্যরকম সাজে উপস্থিত থাকতে দেখা গেল শ্রীদেবী কন্যাকে।
সোশ্যাল মিডিয়া এখন আলিয়া কাশ্যপের বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত। যেদিকেই চোখ যায়, দেখা যায় আলিয়ার বিয়ের ছবি এবং ভিডিয়ো। তবে আলিয়ার পাশাপাশি খুশি কাপুরের আউটফিট কিন্তু বেশ নজর কেড়েছে। কখনও হলুদ আউটফিটে কখনও আবার গোল্ডেন আউটফিটে নজর কেড়েছেন তিনি। এবার বিয়ের দিনে একেবারে অন্যরকম সাজে দেখতে পাওয়া গেল খুশিকে।
আরও পড়ুন: বিমান থেকে নামিয়ে আটক চঞ্চল চৌধুরীকে! অশান্ত বাংলাদেশে গৃহবন্দি পর্দার 'মৃণাল'-রিপোর্ট
আরও পড়ুন: হাতে আঁকা লাল কুর্তা পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন করিনা! বেবোর পোশাকের দাম জানেন?
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, বন্ধুর বিয়েতে সি গ্রিন রঙের একটি লেহেঙ্গায় সেজে উঠেছেন খুশি। তবে চিরাচরিত ডিজাইন নয়, খুশি যে লেহেঙ্গাটি পরে আছেন সেটি দেখতে একেবারে অন্যরকম। এক কথায় বলতে গেলে প্রাচ্য এবং প্রাশ্চাত্যের মেলবন্ধন খুঁজে পাওয়া গেছে এই পোশাকটির মধ্যে।
লেহেঙ্গাটির সঙ্গে মানানসই একটি ছোট্ট ব্যাগ নিতে দেখা যায় খুশিকে। গলায় মানানসই একটি নেকলেস এবং মাথায় মাং টিকা, সব মিলিয়ে শ্রীদেবী কন্যার সৌন্দর্য চোখ এড়ায়নি কারোর। তবে ভিডিয়োয় শুধু খুশি কাপুর নয়, দেখতে পাওয়া যায় মুসকান চান্নাকেও।
প্রসঙ্গত, আজ হঠাৎ ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়লেন অনুরাগ কন্যা। দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগোয়ারের গলায় মালা পরিয়ে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। বিয়ের দিন একটি প্যাস্টেল রঙের লেহেঙ্গায় সেজেছিলেন আলিয়া, যেটি ডিজাইন করেছিলেন তরুণ তাহিলানি।
আরও পড়ুন: ‘অলিরও কথা শুনে…’, গায়িকার বিয়ে বলে কথা! সিঁদুর পরেই বরের জন্য় গান ধরলেন দেবলীনা
স্বামীর গলায় মালা দেওয়ার পরেই তাঁকে জড়িয়ে ধরে চুমু খান আলিয়া। যদিও এর আগে গায়ে হলুদ পর্ব সম্পন্ন হওয়ার সময়ও একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যায় হবু দম্পতিকে।আলিয়ার এই বিশেষ দিনে হাজির ছিলেন ইমতিয়াজ আলি, বেদাং রায়না। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে যে সম্পর্ক শুরু হয়েছিল, তা আজ পরিপূর্ণতা পেল।