খুশি কাপুর বলিউডে তাঁর যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে একের পর এক স্টেরিওটাইপগুলি ভাঙতে শুরু করেছেন! এর সবচেয়ে বড় প্রমাণ হল, তিনি খোলাখুলি ভাবে প্লাস্টিক সার্জারি করার কথা স্বীকার করেছেন। প্রকাশ করেছেন যে বিনোদন দুনিয়ায় পা রাখার আগেই তিনি নাকের অপারেশন করিয়ে ছিলেন।
খুশির স্বীকারোক্তি
তাঁর একটি পুরানো ভিডিয়োতে একজন ইন্সন্টাগ্রাম ব্যবহারকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে খুশি কাপুর এই বিষয়ে মুখ খুলেছেন। ভিডিয়োতে তাঁকে তাঁর মা অর্থাৎ প্রয়াত নায়িকা শ্রীদেবীর সঙ্গে একটি ইভেন্টে দেখা গিয়েছিল। তখন তাঁর ১২ বছর বয়স ছিল। সেখানে তাঁকে তাঁর মা ও বাবার সঙ্গে রেড কার্পেটে দেখা যাচ্ছিল। পাশাপাশি ওই ভিডিয়োটির সঙ্গে নিজের প্রথম ছবি 'দ্য আর্চিস'-এর প্রিমিয়ারের ভিডিয়োও পোস্ট করেন তিনি।
আরও পড়ুন: এবার জোয়া ও সলমন জুটি বাঁধতে চলেছেন? এ প্রসঙ্গে যা বললেন জাভেদ-কন্যা
এই দুই ভিডিয়ো তাঁর চেহারার মধ্যে অনেকটা পরিবর্তন দেখে দর্শকরা নানা মন্তব্য করেন। একজন ইন্সন্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, 'আমি সত্যি বলছি, খুশিকে দেখতে আগের মতো আছে। কিন্তু এটা সত্যি মনে হচ্ছে যে তিনি কিছুটা হলেও ওজন কমিয়েছেন।' অন্য একজন লিখেছেন, ‘ধন্যবাদ। খুশি এখানে ১২ বছর বয়সী একটি মেয়ে, তবে এখনের যে ভিডিয়োটি উনি পোস্ট করেছেন সেখানে তিনি যে ঠোঁটে ফিলার করিয়েছেন তা বোঝা যাচ্ছে।’ আর এই মন্তব্যের পরিপ্রক্ষিতেই খুশি লেখেন, 'ঠোঁট ফিলার এবং (নাকের ইমোজি) হাহাহা।'
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাঁর এই স্বীকারোক্তি পড়ে খুশি। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এটাই বাস্তব, আমি শুধু ক্রস চেক করেছি। তার টাকা, সে নিজের জন্য খরচ করেছে। কিন্তু তারপরও সে অনেকের মতো অস্বীকার করেনি। একদমই স্বাভাবিক থেকেছে। প্লাস্টিক সার্জারি করানো নিয়ে নায়িকাদের মধ্যের একটা অস্বীকার করার প্রবণতা কাজ করে, আশাকরি এবার এটা ধীরে ধীর বন্ধ হবে। সবাই সত্যিটা সাবলীল ভাবে মেনে নেবে।' অন্য একজন লিখেছেন, 'যখন এটা এত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তখন সেটা অস্বীকার করার কোনও মানেই নেই। যাইহোক, অনেক অভিনেত্রীই করেন।'
আরও পড়ুন: 'কল মি বে' মুক্তির আগে করণের কাছে এ কোন আবদার করলেন অনন্যা! তাঁকে নাকি দেখা যাবে মির্জাপুরেও?
খুশি কাপুরের ক্যারিয়ার সম্পর্কে
খুশি হলেন শ্রীদেবী এবং বনি কাপুরের কনিষ্ট সন্তান। তিনিও মা এবং বোন জাহ্নবী কাপুরের পদাঙ্ক অনুসরণ করেছেন। তিনি জোয়া আখতারের 'দ্য আর্চিস' দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। এটি একটি বিখ্যাত কমিকস। তিনি ২০২৩ সালে এই ছবিতে বেটি কুপারের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি ছাড়াও এই সিরিজে ছিলেন সুহানা খান, অগস্ত্য নন্দা, মিহির আহুজা, ভেদাং রায়না। ছবিটি মুক্তির পর মিশ্র রিভিউ পেয়েছিল।
খুশিকে শীঘ্রই 'লাভ টুডে'-এর হিন্দি রিমেকে আমির খানের ছেলের সঙ্গে দেখা যাবে। 'মহারাজ'-এর আমির পুত্র অভিনেতা জুনায়েদ খান বিশেষ ভাবে নজর কেড়েছিলেন। 'লাভ টুডে'-এর হিন্দি রিমেকে খুশি ও জুনায়েদ জুটি বাঁধতে চলেছেন প্রথম বারের মতো। তাছাড়াও অভিনেত্রী সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলী খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করবেন বলে গুঞ্জন।