২০২৩ সালে ‘দ্যা আর্চিস’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তারপর ধীরে ধীরে বড় পর্দায় অভিনয় করা। ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘লাভিয়াপ্পা’। এরপর ইব্রাহিম আলি খানের বিপরীতে ‘নাদানিয়া’ সিনেমায় দেখা যাবে খুশিকে। বোঝাই যাচ্ছে এখন পর পর প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত খুশি।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নারের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের বিয়ে নিয়ে বড়সড়ো খোলসা করলেন অভিনেত্রী। বিবাহ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে খুশি বলেন, আমার দিদি জাহ্নবী এবং আমার বিয়ের পরিকল্পনা পুরোপুরি আলাদা। আমার দিদি চিরকালই দক্ষিণ ভারতে সেটেল হতে চায়।
খুশি বলেন, আমার দিদি একজন দক্ষিণ ভারতীয় মেয়ের জীবন কাটাতে চান। স্বামী এবং সন্তানকে নিয়ে বেশ সুখে সংসার করবে। মাথায় মালা লাগাবে, স্বামীর মাথায় তেল মালিশ করে দেবে। প্রতিদিন কলা পাতায় খাবে। বেশ একটা ইউনিক চিন্তা ভাবনা ওর।
নিজের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে খুশি বলেন, আমি চিরকালই মুম্বই গার্ল। আমার এখান থেকে কোথাও যেতে ইচ্ছা করে না। বিয়ে মানেই আমার কাছে স্বামী সন্তান এবং অনেক কুকুর নিয়ে একটা ফ্ল্যাটে থাকা। তবে আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমি চাই আমার বাবার সঙ্গেই থাকতে। এক ফ্ল্যাট বা এক অ্যাপার্টমেন্ট যাই হোক না কেন।
খুশির বিয়ে নিয়ে এই চিন্তা ভাবনা দেখে বেশ খুশি হয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, বেদাঙ্গ তুমি ভীষণ লাকি। অন্য একজন লিখেছেন, বেস্ট সিস্টার বন্ডিং। তবে বেশিরভাগ মানুষই বেদাঙ্গকে ভাগ্যবান বলে অভিহিত করেছেন কারণ খুশি। সত্যিই একজন বড় মনের মানুষ।
আরও পড়ুন: নাদানিয়ায় ইব্রাহিম ও খুশির বাবা মায়ের ভূমিকায় এই ৪ সেলিব্রেটি, কারা তাঁরা?
প্রসঙ্গত, ‘দ্য আর্চিস’ খুশির প্রথম সিনেমা হলেও সেটি ছিল ডিজিটাল প্লাটফর্মে মুক্তি প্রাপ্ত একটি সিনেমা। তবে বড়পর্দায় এই প্রথম অভিনয় করতে চলেছেন তিনি। স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তিত খুশি।বড়পর্দায় প্রথম সিনেমায় আশুতোষ রানা, দ্বিতীয় সিনেমায় দিয়া মির্জা, মহিমা চৌধুরী, সুনীল শেট্টি এবং যুগল হংসরাজের মতো ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হতে চলেছে খুশির।